Advertisment

ICC-ODI World Cup: বিশ্বকাপ আয়োজন করে হাজার হাজার কোটি টাকা আয়! মোদির ভারতের অর্থপ্রাপ্তি নিয়ে ICC-র রিপোর্ট প্রকাশ্যে

ODI World Cup 2023 Boost Indian Economy: ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারত দুর্দান্ত খেলে ফাইনালে পৌঁছলেও বাজিমাত করে অস্ট্রেলিয়া। রানার্স আপ হয় টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
ICC Cricket, World Cup 2023, আইসিসি ক্রিকেট, বিশ্বকাপ ২০২৩,

ICC Cricket-World Cup 2023: গত বছরের আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে ভারত এবং অস্ট্রেলিয়া দল। (ছবি- টুইটার)

ODI World Cup 2023 Boost Indian Economy: গত বছরের একদিনের বিশ্বকাপ থেকে আয় হয়েছে ১.৩৯ বিলিয়ন মার্কিন ডলার। এমনটাই জানাল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই ব্যাপারে আইসিসির জন্য নিয়েলসেনের করা, 'The Economic Impact Assessment'-এ দাবি করা হয়েছে, গত বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত বিশ্ব ক্রিকেটের মেগা-ইভেন্টটি ছিল এখনও পর্যন্ত সবচেয়ে বড় একদিনের (ওয়ানডে) বিশ্বকাপ।  

Advertisment

বুধবারই আইসিসির প্রধান নির্বাহী, জিওফ অ্যালার্ডিস এক বিবৃতিতে বলেছেন, 'আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ক্রিকেটের উল্লেখযোগ্য অর্থনৈতিক শক্তি প্রদর্শন করেছে। ভারতে আয়োজিত ওই বিশ্বকাপে আয় হয়েছে ১.৩৯ বিলিয়ন মার্কিন ডলার (১১,৬৩৭ কোটি টাকা)।' গতবছরের বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এই নিয়ে তারা ষষ্ঠবার একদিনের ক্রিকেট বিশ্বকাপ ট্রফি জিতেছে। 

আইসিসি তার বিবৃতিতে বলেছে, 'আবাসন, ভ্রমণ, পরিবহণ এবং খাদ্য ও পানীয়ের মাধ্যমে আয়োজক শহরজুড়ে পর্যটনের প্রভাবে ৮৬১.৪ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। ম্যাচগুলোতে প্রচুর দেশি ও বিদেশি পর্যটক উপস্থিত ছিলেন।' সেটাই এই বিপুল আয়ের কারণ বলেই জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

ফাইনালে হেরে গেলেও একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারত দুর্দান্ত খেলেছে। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে এবং রোহিত শর্মার নেতৃত্বে থাকা টিম ইন্ডিয়া বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল পর্যন্ত অপরাজিত ছিল। রোহিতবাহিনী যেমন ক্রিজে মারকাটারি ব্যাটিং করেছে। আগুন ঝরানো বোলিং করেছে। তেমনই মাঠের বাইরে ছক্কা হাঁকিয়েছে ভারতীয় অর্থনীতি। সেটা ঠিক কতটা, তা কার্যত স্পষ্ট করে দিয়েছে আইসিসির এই রিপোর্ট।

আরও পড়ুন- আমাদের দেশে এর থেকে ভালো স্টেডিয়ামে রয়েছে! BCCI-কে বোমা ফাটিয়ে তুলকালাম আফগান ক্রিকেট বোর্ডের

শুধু ভারতই নয়। গোটা ভারতীয় উপমহাদেশে ক্রিকেট এক বিরাট উন্মাদনা। তবে, সেই উন্মাদনা চেগে ওঠে, সংশ্লিষ্ট দেশের জাতীয় দল সেই টুর্নামেন্ট খেললে, তবেই। আর, টুর্নামেন্টে সেই দেশ সাফল্য পেলে তো কথাই নেই। উপমহাদেশের দেশগুলো তাই বিশ্ব ক্রিকেটের বড় বড় ইভেন্ট আয়োজনের জন্য মুখিয়ে থাকে। কারণ, এর মাধ্যমে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডেরও বিপুল আয় হয়। পাশাপাশি, এই সব ইভেন্ট আয়োজনের মাধ্যমে সাময়িক ভিত্তিতে কর্মসংস্থানও তৈরি হয় সংশ্লিষ্ট দেশে।

ICC BCCI India Cricket World Cup Indian Cricket Team
Advertisment