/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/MS-Dhoni.jpg)
MS Dhoni: অবসরের ৫ বছর পর আইসিসির বিশেষ সম্মান পেলেন ধোনি
MS Dhoni in ICC Hall of Fame as 11th Indian Cricketer: ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে আইসিসি হল অফ ফেমে জায়গা দিল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) ধোনিকে এমন এক ক্রিকেটার হিসেবে বর্ণনা করেছে, যাঁর কৃতিত্ব শুধুমাত্র পরিসংখ্যানে মাপা যায় না। এমএস ধোনি হলেন একাদশতম ভারতীয় ক্রিকেটার যিনি এই সম্মানজনক তালিকায় জায়গা পেলেন। এই ১১ জন ভারতীয়ের মধ্যে ২ জন মহিলা ক্রিকেটারও রয়েছেন।
আইসিসি সোমবার লন্ডনে এক বিশেষ অনুষ্ঠানে ধোনি-সহ মোট ৭ জন ক্রিকেটারকে হল অফ ফেমে অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে ২ জন মহিলা ক্রিকেটারও রয়েছেন। আইসিসি ২০০৯ সালে হল অফ ফেম শুরু করেছিল, যেখানে এমন কেবলমাত্র সেইসব খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয় যারা ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। এখন পর্যন্ত মোট ১১৫ জন ক্রিকেটারকে এই সম্মান দেওয়া হয়েছে।
Unorthodox, unconventional and effective 🙌
— ICC (@ICC) June 9, 2025
A cricketer beyond numbers and statistics 👏
MS Dhoni is inducted in the ICC Hall of Fame 🥇
More ➡️ https://t.co/oV8mFaBfzepic.twitter.com/AGRzL0aP79
২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এমএস ধোনিকে তাঁর অসাধারণ অধিনায়কত্ব, স্মরণীয় কেরিয়ার এবং ক্রিকেটে বিশেষ অবদানের জন্য এই সম্মান প্রদান করা হয়েছে। ৫০০-র বেশি ম্যাচ খেলা ধোনির নেতৃত্বেই ভারত ২০০৭ সালে T20 বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। তাঁর নেতৃত্বে ভারতীয় দল এক সময় আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানেও ছিল।
হল অফ ফেমে ভারতের একাদশতম প্রতিনিধি ধোনি
ধোনির আগে ভারতের হয়ে যাঁরা এই তালিকায় নাম লিখিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন শচীন তেন্ডুলকর, সুনীল গাভাসকর, রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিরা। ২০০৯ সালে প্রথম এই সম্মান পেয়েছিলেন কপিল দেব, সুনীল গাভাসকর ও বিষেণ সিং বেদি। এরপর অনিল কুম্বলে (২০১৫), রাহুল দ্রাবিড় (২০১৮), শচীন তেন্ডুলকর (২০১৯), বিনু মাঁকড় (২০২১) ও বীরেন্দ্র সেহওয়াগ (২০২৩) এই তালিকায় অন্তর্ভুক্ত হন। মহিলা ক্রিকেটারদের মধ্যে ডায়ানা এডুলজি (২০২৩) এবং নীতু ডেভিড (২০২৪) এই সম্মান পেয়েছেন।
আরও পড়ুন লর্ডসে তুলকালাম! গুরু গম্ভীরের টিম ইন্ডিয়া জাত চেনাল অস্ট্রেলিয়াকে, ক্যাঙ্গারুদের জোর ঘাড়ধাক্কা
ধোনি আইসিসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আইসিসি হল অফ ফেমে নাম অন্তর্ভুক্ত হওয়া এক বিশাল সম্মান, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্বজুড়ে ক্রিকেটারদের অবদানকে স্বীকৃতি দেয়। এমন সব মহান ক্রিকেটারদের সঙ্গে নিজের নাম দেখাটা এক অভূতপূর্ব অনুভূতি। এটি এমন একটি মুহূর্ত, যা আমি সারাজীবন ধরে হৃদয়ে ধরে রাখব।”