/indian-express-bangla/media/media_files/2025/06/09/9yFUXrZ1Sk2Gr9hhFSAk.jpg)
India vs England: গুরু গম্ভীর অ্যান্ড কোম্পানি বিশ্বসেরা অস্ট্রেলিয়ানদের নিজের জাত চেনাল
Huge controversy in Lords: ব্রিটিশদের মাটিতেও নিজেদের শক্তি দেখাল টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। গুরু গম্ভীর অ্যান্ড কোম্পানি বিশ্বসেরা অস্ট্রেলিয়ানদের নিজের জাত চেনাল। ভারত এবং অস্ট্রেলিয়ার দল এই মুহূর্তে একসঙ্গে ইংল্যান্ডে ক্রিকেট সফরের জন্য পৌঁছেছে। ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে (India vs England), আর অস্ট্রেলিয়া দল খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল। সমস্যার সূত্রপাত হয় তখন, যখন দুই দলকেই লর্ডস মাঠে অনুশীলনের জন্য সময় নির্ধারিত হয়, কিন্তু শুধুমাত্র এক দলকেই অনুমতি দেওয়া হয়। গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ভারতীয় দল লর্ডসে প্র্যাকটিসের অনুমতি পেলেও, অস্ট্রেলিয়াকে (Australia Cricket Team) সেই অনুমতি দেওয়া হয়নি। এই নিয়ে জোর বিতর্ক ক্রিকেট দুনিয়ায়।
অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি পরিকল্পনায় ধাক্কা লাগে। রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়াকে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ট্রেনিং করার অনুমতি দেওয়া হয়নি। জানা গেছে, যেখানে ১১ জুন থেকে ডব্লিউটিসি ফাইনাল শুরু হতে চলেছে, সেই লর্ডসের প্র্যাকটিস গ্রাউন্ড তখন ‘উপলব্ধ নয়’ বলে জানানো হয়। যদিও প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলকে সঠিক কারণ জানানো হয়নি। একই সময়ে, ইংল্যান্ড সফরে থাকা ভারতীয় দল সেখানে ট্রেনিং করছিল।
New Threads 🧵
— BCCI (@BCCI) June 8, 2025
Same Enthusiasm 👌#TeamIndia | #ENGvINDpic.twitter.com/cvJcSLSmd6
'ফক্স ক্রিকেট'-এর রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দলকে লর্ডস মাঠে অনুশীলনের অনুমতি দেওয়া হয়, কিন্তু অস্ট্রেলিয়ান দলকে বাইরে রাখা হয়। ডব্লিউটিসি ফাইনাল শুরু হচ্ছে ১১ জুন, আর ভারতের প্রথম টেস্ট ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে ২০ জুন। লর্ডসেই ভারতের তৃতীয় টেস্ট ম্যাচ ১০ জুলাই শুরু হবে।
আরও পড়ুন মহিলা আম্পায়ার পিঠ দেখাতেই ফেটে পড়লেন অশ্বিন, দিলেন যাচ্ছেতাই গালাগাল, VIDEO VIRAL
শুরুর দিকে অনুমতি না পেলেও, শেষ পর্যন্ত রবিবার অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের মাঠে নামার সুযোগ হয়। পরে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স দলের প্রস্তুতি, কৌশল এবং লর্ডসে খেলার সময় দর্শকদের মন্তব্য নিয়ে কথা বলেন। তিনি বলেন, “আজ সকালে স্টেডিয়ামটা খুব ভাল লাগছে। এখানে কেউ নেই, যা দারুণ। আমার বিশ্বাস, এবার অনেক ভদ্র ব্যবহার দেখা যাবে। অ্যাশেজ সিরিজের সময় পরিস্থিতি একটু উত্তপ্ত ছিল, কিন্তু অনেকেই এখন শিক্ষা পেয়ে গেছেন, এবং এবার তাঁরা অনেক ভদ্র আচরণ করবেন।”
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডব্লিউটিসি ফাইনালে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ সামলাবেন প্যাট কামিন্স নিজে। তাঁর সঙ্গে থাকবেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং নাথান লায়ন। অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলের চতুর্থ সিম বোলিং অপশন হিসেবে রাখা হয়েছে।