দেশে রুদ্ধশ্বাস গতিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার প্রকোপ। এমন অবস্থায় চলতি বছরেই ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে নড়েচড়ে বসল আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, আপাতত ভারতেই বিশ্বকাপ আয়োজন পাকা। তবে কোনো কারণে শেষ মুহূর্তে ভারত আয়োজনে ব্যর্থ হলে, ব্যাক আপ প্ল্যান রয়েছে।
বিশ্বকাপের মাত্র ৬ মাস বাকি রয়েছে। এমন অবস্থায় উর্দ্ধগতি করোনার দ্বিতীয় ঢেউ। ৬ মার্চ নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৫ হাজারের বেশি ব্যক্তি। এরপরেই আইসিসির সিইও জিওফ এলারডিস সংবাদসংস্থাকে জানিয়ে দিয়েছেন, "আমাদের ব্যাকআপ প্ল্যানিং রয়েছে। তবে এখনো পর্যন্ত ভারতেই সূচি মেনে বিশ্বকাপ আয়োজনে জোর দেওয়া হচ্ছে। তাই এখনই ব্যাকআপ পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়নি আমরা। বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে আমাদের। সঠিক সময়েই একমাত্র বিকল্প পরিকল্পনা নিয়ে এগোনোর চিন্তাভাবনা করা হবে।"
আরো পড়ুন: IPL-এ এবার করোনার ছোবলে তারকা অস্ট্রেলীয়! আতঙ্কে কাঁপুনি বিদেশিদের
তিনি জানিয়েছেন, আইসিসি আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনে পাখির চোখ করছে। সাউদাম্পটনে জুনের ১৮ থেকে ২২ তারিখ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে মুখোমুখি হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড। জিওফ এলারডিস জানিয়ে দিয়েছেন, "এখনো বিশ্বকাপের টাইমলাইনের সম্মুখীন হয়নি আমরা। কিছু সময় হাতে রয়েছে। সামনের কয়েকমাসের মধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আপাতত সেদিকেই আমরা ফোকাস করছি।
বিশ্বের একাধিক কোভিড প্রতিষেধক ইতিমধ্যেই বাজারে চলে এসেছে। সেই কারণে ক্রিকেট আয়োজনেও শিথিলতা দেখা যাচ্ছে। বায়ো বাবল ভাঙার প্রবণতাও দেখা যাচ্ছে। যদিও আইসিসি কর্তা সাফ জানিয়ে দিয়েছেন, করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করা সম্ভব নয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন