/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/tst.jpg)
বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে ৯টি দলের মধ্য়ে ২৭টি সিরিজ ও ৭২টি টেস্ট (ছবি-আইসিসি)
ICC launches World Test Championship: ওয়ার্ল্ড টেস্ট চ্য়াম্পিয়নশিপ (ডব্লিউটিসি) নিয়ে সোমবার সরকারি ভাবে বড় ঘোষণা করে দিল আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই টুর্নামেন্টের আত্মপ্রকাশ করল। আগামী পয়লা অগাস্ট থেকে শুরু হচ্ছে ডব্লিউটিসি। চলবে ২০২১ সালের জুন মাস পর্যন্ত।
বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে বাইশ গজের টেস্ট খেলিয়ে প্রথমসারির ন'টি দল অংশ নেবে। অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্য়ান্ড, ভারত, নিউজিল্য়ান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ খেলবে। মোট ২৭টি সিরিজ ও ৭১টি টেস্ট হবে দু'বছর ধরে।ডব্লিউটিসি ফাইনালে প্রথম দু'টি দল অংশ নেবে। শিরোপা নির্ধারক ম্য়াচটি হবে ইংল্য়ান্ডে।
All you need to know about the #WTC21 ???? ????https://t.co/5QiBPWaDf2
— ICC (@ICC) July 29, 2019
আরও পড়ুন: কবে আর কোথায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলাগুলি?
ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটকে আরও চিত্তাকর্ষক করে তুলে তার গুরুত্ব বাড়াতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাবনা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আইসিসি আগে জানিয়েছিল, আগামী দু’বছর ধরে চলবে এই ফর্ম্য়াট। ১২টি টেস্ট খেলিয়ে দেশই অংশ নেবে। প্রত্য়েকেই বাকি আট দলের ছ’জনের সঙ্গে টেস্ট সিরিজ খেলবে।
ডব্লিউটিসি নিয়ে আইসিসি-র জেনারেল ম্য়ানেজার-ক্রিকেট অপারেশনস জিওফ অ্যালারডাইস বললেন,"আইসিসি-র ক্রিকেট বিশ্বকাপ দেখিয়ে দিয়েছে যে, বিশ্বের সেরা দলগুলোর মুখোমুখি হওয়াটা কত'টা গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ আগামী দু'বছর দ্বিপাক্ষিক সিরিজের গুরুত্ব বাড়িয়ে একটি দুরন্ত ইভেন্ট হবে পাঁচদিনের ফর্ম্য়াটে। ঠিক যেভাবে ওয়ান-ডে ও টি-২০-তে পুরুষ ও মহিলাদের বিশ্বকাপের মতোই।''