/indian-express-bangla/media/media_files/2025/01/27/GYc5ZdDOIXQ6ngOtkpL3.jpg)
Jasprit Bumrah: জসপ্রীত বুমরা। (ছবি- বিসিসিআই)
/indian-express-bangla/media/media_files/2025/01/27/PEyzoof5hAqfTP6zCJqd.jpg)
সোমবার জিতলেন
সোমবার বুমরাকে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসেবে মনোনীত করা হয়েছে। এই পুরস্কার পাওয়ার তালিকায় ছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট, হ্যারি ব্রুক ও শ্রীলঙ্কার মিডল অর্ডার ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিসও। বুমরা তাঁদেরকে হারিয়েই বর্ষসেরা পুরস্কার জিতলেন।
/indian-express-bangla/media/media_files/2025/01/27/t1qrjcsJqvN1IdINyu99.jpg)
দীর্ঘদিন ধরেই ভালো খেলছেন
জসপ্রীত বুমরা দীর্ঘদিন ধরেই টেস্ট ক্রিকেটে ভারতীয় দলকে টেনে নিয়ে যাচ্ছেন। তার মধ্যে ২০২৪ সালে তাঁর পারফরম্যান্স ছিল অসাধারণ। ২০২৪ সালে ভারতের এই তারকা হোম এবং অ্যাওয়ে, উভয় ক্ষেত্রেই দুর্দান্ত খেলেছেন।
/indian-express-bangla/media/media_files/2024/12/10/qv6Med4qaoVPO2dtEaWV.jpg)
বুমরার প্রতিক্রিয়া
পুরস্কার পাওয়ার খবর শুনে বুমরা বলেন, 'আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার পেয়ে আমি গভীরভাবে সম্মানিত। টেস্ট ক্রিকেটকে আমি সবসময়ই পছন্দ করি। আর, সেই ফরম্যাটে স্বীকৃতি পাওয়াটা এক বিরাট ব্যাপার। এই পুরস্কার কেবল আমার ব্যক্তিগত চেষ্টার প্রতিফলনই নয়, বরং আমার সতীর্থ, কোচ এবং ভক্তদের ধারাবাহিক সমর্থনেরও প্রতিফলন। তাঁরা প্রতিদিন আমাকে সমর্থন করেছেন, অনুপ্রাণিত করেছেন। ভারতের প্রতিনিধিত্ব করা আমার কাছে বিরাট ব্যাপার। আমার খেলা বিশ্বজুড়ে মানুষের মুখে হাসি ফোটাচ্ছে।'
/indian-express-bangla/media/media_files/2025/01/04/j7hRzMg7FjzTTMsSZESP.jpg)
দুর্দান্ত পারফরম্যান্স বুমরার
সেরা পারফরম্যান্স দেখা গিয়েছে বর্ডার-গাভাসকর ট্রফিতে। সেখানে এক ম্যাচ বাকি থাকতেই ভারতীয় পেসার ৩০ উইকেট নিয়েছেন। এই সিরিজে তিনি ২০০ টেস্ট উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন। দ্রুততম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন বুমরা।
/indian-express-bangla/media/media_files/2025/01/04/yY7SRWa13wwoS0EnTIBP.jpg)
পার্থে নেতা ছিলেন বুমরা
পার্থে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ভারত অধিনায়ক রোহিত শর্মা উপস্থিত ছিলেন না। বুমরাই দলকে সামনে থেকে নেতৃত্ব দেন। শেষ পর্যন্ত দলের ২৯৫ রানে জয় নিশ্চিত করেন।
/indian-express-bangla/media/media_files/2025/01/03/vSAyGU6pI4bus3l51koD.jpg)
সামনে থেকে নেতৃত্ব দেন বুমরা
এই ম্যাচের প্রথম ইনিংসে ভারত মাত্র ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল। সেই সময় বুমরা ৫ উইকেট নিয়ে খেলার নিয়ন্ত্রণ হাতে তুলে নেন। দ্বিতীয় ইনিংসে তিনি নেন ৩ উইকেট। ফলে ৫৩৪ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া হেরে যায়।
/indian-express-bangla/media/media_files/2024/12/29/m7xR6msVeCYjZphBYxOJ.jpg)
বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক পোস্টে বুমরা নিজেই দাবি করেছেন যে তাঁকে পিঠের আঘাতের জন্য বিছানায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। সেখান থেকে তিনি কীভাবে উঠে এসেছেন, তা-ও জানিয়েছেন এই ভারতীয় বোলার।