Advertisment

খেটে গেল রোহিতের স্ট্র্যাটেজি, ছোট কৌশলেই ভারতের বাজিমাত! মুখ খুললেন জাদেজাও

এভাবেই মাটি ধরল অস্ট্রেলিয়া

author-image
IE Bangla Sports Desk
New Update
jadeja-rohit

বল হাতে রোহিতকে ভরসা জোগালেন জাদেজা (টুইটার)

চিপকে প্ৰথম ম্যাচে ভারতের বিপক্ষে পুরো ৫০ ওভার-ও ব্যাট করতে পারল না অস্ট্রেলিয়া। ৪৯.৩ ওভারে মাত্র ১৯৯ রানেই অলআউট হয়ে যায় অজিরা। আর ভারতীয় স্পিনাররা কার্যত শাসন করলেন ক্যাঙারু ব্যাটারদের। চিপকের পিচ প্রথাগতভাবেই স্লো। সেই কথা মাথায় রেখে দুই সিমার এবং তিন স্পিনার কম্বিনেশনে দল সাজিয়েছিলেন ক্যাপ্টেন রোহিত। সেই প্ল্যান পুরোপুরি সফল। অন্তত বিশ্বকাপের প্ৰথম ম্যাচে।

Advertisment

অজি ব্যাটিংকে কার্যত ধ্বংস করে দিলেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব। বিধ্বংসী জাদেজার ঘূর্ণির কোনও কুলকিনারা পাননি স্মিথরা। এক ওভারে জোড়া উইকেট সমেত তিন-তিনটে উইকেট তুলে নিলেন সিএসকের 'ঘরের ছেলে'। পরিসংখ্যান বলছে, অশ্বিন-জাদেজা এবং কুলদীপ মিলে পুরো তিরিশ ওভার-ই বল করলেন। তিনজনে খরচ করলেন মোট ১০৪ রান। ইকোনমি রেট ৩.৪৭। তিন স্পিনার নিজেদের মধ্যে ভাগাভাগি করে বিপক্ষের হাফডজন উইকেট দখল করলেন।

বুমরা-সিরাজ এবং হার্দিককে নিয়ে গড়া পেস আক্রমণ ১৯.৩ ওভার বল করে খরচ করেছেন মাত্র ৮৯ রান। ইকোনমি রেট ৪.৬১। তিন তারকার সংগ্রহে চার উইকেট। অস্ট্রেলিয়া একসময় ১১১/২-এ ছিল। তবে এরপরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাঁরা। আর ৮৮ রান যোগ করার ফাঁকেই হারায় বাকি ৮ উইকেট।

ভারতীয় বোলারদের মধ্যে সেরা বোলিং করে গেলেন রবীন্দ্র জাদেজা। ১০ ওভারে মাত্র ২৮ রানের বিনিময়ে তিনটে উইকেট দখল করলেন তিনি। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের কৃপণতম বোলার হওয়ার কীর্তিও গড়ে ফেললেন তিনি।

চেন্নাইকে ধরা হয় সেন্টার অফ স্পিন। সেই ট্র্যাকেই অস্ট্রেলিয়া মাত্র এক স্পিনারের ভরসায় নেমেছিল। আডাম জাম্পার সঙ্গী ছিলেন পার্ট টাইম স্পিনার গ্লেন ম্যাক্সওয়েল। দেড় খানা স্পিনারে ভারতকে আটকানো যে সম্ভব নয়, তা ফের একবার প্রমাণ হয়ে গেল। অজিরা তিন পেসার খেলাচ্ছে। মিচেল স্টার্কের সঙ্গে অধিনায়ক প্যাট কামিন্স এবং জস হ্যাজেলউড। সঙ্গে চতুর্থ সিমার হিসাবে রয়েছেন ক্যামেরন গ্রিন। ভারতের পিচে চার সিমার-দুই স্পিনার কম্বিনেশন ক্লিক করা মুশকিল। এটা বুঝে গেলেন ক্যাপ্টেন কামিন্স। প্ৰথম ম্যাচেই।

কোন স্ট্র্যাটেজিতে এল সাফল্য? জাড্ডু বলেছেন, "সিএসকের হয়ে আইপিএলে খেলি। এখানকার পরিস্থিতি সম্পর্কে বেশ ওয়াকিবহাল আমি। পিচ দেখেই।বুঝে গিয়েছিলাম, অন্তত ২-৩ উইকেট তো পাবই। সৌভাগ্যবশত এদিন ৩ উইকেট পেলাম। বেশ ভালো লাগছে। পিচে টার্ন ছিল। স্রেফ স্ট্যাম্প টু স্ট্যাম্প বোলিং করার চেষ্টা করেছিলাম। কেউই জানে না, কোন বল টার্ন করবে, কোন বল স্ট্রেট যাবে। আমি স্রেফ বল টার্ন করিয়ে গিয়েছি।"

Cricket Australia Australia Indian Team Rohit Sharma Ravindra Jadeja ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team Australia Cricket Team
Advertisment