Jasprit Bumrah named ICC player of the month: জসপ্রীত বুমরাহকে এবার বড়সড় পুরস্কার দিল আইসিসি। ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার হিসাবে নির্বাচিত হলেন ভারতের পেস সেনসেশন। ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরাহকে সম্মান প্রদর্শননে কার্পণ্য করল না আইসিসি।
জানিয়ে দেওয়া হল ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড়ের তিনিই। তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য এই পুরস্কারটি তাঁকে প্রদান করা হয়েছে। বুমরাহ তাঁর সাম্প্রতিক ম্যাচগুলিতে দুর্দান্ত বোলিং দক্ষতা প্রদর্শন করেছেন, বিশেষত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফিতে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে বুমরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কার্যত তাঁর জন্যই ভারত হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে সমর্থ হয়েছে। তিনিই অজিদের বিরুদ্ধে চরম প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাঁর বলের নিখুঁত লাইন এবং লেংথ ব্যাটসম্যানদের বিভ্রান্ত করেছে বারবার।
বুমরাহ সিরিজে মোট ১৪টি উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন। তাঁর পারফরম্যান্স শুধুমাত্র দলের জয় নিশ্চিত করেনি, বরং বিশ্ব ক্রিকেটেও তাঁর অবস্থান আরও মজবুত করেছে। আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কারটি বুমরাহর জন্য আরও একটি মাইলফলক হয়ে দাঁড়িয়েছে।
বুমরা ভারতীয় দলকে কার্যত একার কাঁধে বয়ে বেড়ালেও সিডনি টেস্টের চতুর্থ দিনে ব্যাক ইনজুরির কবলে পড়েন। তারপর পঞ্চম দিনে মোক্ষম সময়ে আর বল করতে পারেননি। ইনজুরির কারণে বুমরা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অনিশ্চিত।
তাঁর এই সাফল্য শুধুমাত্র ভারতীয় ক্রিকেটের গর্ব নয়, তরুণ ক্রিকেটারদের জন্যও অনুপ্রেরণা হয়ে দাঁড়াল। জসপ্রীত বুমরাহ এই সম্মানের জন্য তাঁর সতীর্থ ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, “এই পুরস্কার আমাকে আরও কঠোর পরিশ্রম করতে উদ্বুদ্ধ করবে। দলের জন্য অবদান রাখতে পারা সবসময়ই আমার জন্য গর্বের।” বুমরাহর এই সাফল্য ভারতের ক্রিকেট ভক্তদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে এবং তাঁকে আগামী ম্যাচগুলিতে আরও উজ্জ্বল পারফরম্যান্সের জন্য শুভকামনা জানানো হয়েছে।