ICC ranking: ICC-র বিচারে টিম ইন্ডিয়াই বিশ্বের সেরার সেরা, একেবারে তলানিতে শাকিব-শান্তদের বাংলাদেশ

ICC ranking May 2025: ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোর পাশাপাশি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ফলে ভারতের রেটিং পয়েন্ট ১২২ থেকে বেড়ে ১২৪ হয়েছে।

ICC ranking May 2025: ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোর পাশাপাশি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ফলে ভারতের রেটিং পয়েন্ট ১২২ থেকে বেড়ে ১২৪ হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
ICC ranking May 2025: ODI এবং T20 দুই ফরম্যাটেই বিশ্বের এক নম্বর টিম ইন্ডিয়া

ICC ranking May 2025: ODI এবং T20 দুই ফরম্যাটেই বিশ্বের এক নম্বর টিম ইন্ডিয়া

ICC Test ranking update 2025: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (International Cricket Council) সোমবার, ৫ মে, ODI এবং T20 র‍্যাঙ্কিং (ICC Ranking) প্রকাশ করেছে। ভারত ODI এবং T20 আন্তর্জাতিক ক্রিকেটে তার শীর্ষস্থান ধরে রেখেছে, তবে টেস্ট ফরম্যাটে এক ধাপ নিচে নেমে চতুর্থ স্থানে পৌঁছেছে। টেস্ট র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া প্রথম স্থানে রয়েছে।

Advertisment

ODI র‍্যাঙ্কিং

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোর পাশাপাশি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ফলে ভারতের (Indian Cricket Team) রেটিং পয়েন্ট ১২২ থেকে বেড়ে ১২৪ হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির রানার-আপ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে, আর অস্ট্রেলিয়া এখন তৃতীয় স্থানে রয়েছে। শ্রীলঙ্কা পাঁচ রেটিং পয়েন্টের উন্নতি করে চতুর্থ স্থানে পৌঁছেছে।

Advertisment

আফগানিস্তান চার পয়েন্ট উন্নতি করে সপ্তম স্থানে পৌঁছেছে, কিন্তু প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড চার পয়েন্ট হারিয়ে অষ্টম স্থানে নেমে গেছে। ওয়েস্ট ইন্ডিজ পাঁচ পয়েন্ট বাড়িয়ে নবম স্থানে উঠে এসেছে, আর বাংলাদেশ চার পয়েন্ট কমে দশম স্থানে নেমে গেছে।

T20 র‍্যাঙ্কিং

বর্তমান T20 বিশ্ব চ্যাম্পিয়ন ভারত শীর্ষে রয়েছে, তবে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে তার ব্যবধান ১০ পয়েন্ট থেকে কমে ৯ পয়েন্ট হয়েছে। বছরের প্রথম আন্তর্জাতিক T20 র‍্যাঙ্কিংয়ে ১০০ দল অন্তর্ভুক্ত হয়েছে, যেখানে তারা অন্তত গত তিন বছরে আটটি আন্তর্জাতিক T20 ম্যাচ খেলেছে।

আরও পড়ুন বুমরাহকে ছেঁটেই ফেলল BCCI! ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার ভার কার কাঁধে দিতে চায় বোর্ড?

র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ড তৃতীয় স্থানে রয়েছে, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে। এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবোয়ের অবস্থান।

টেস্ট র‍্যাঙ্কিং

বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তার শীর্ষস্থান ধরে রেখেছে, তবে আপডেটের পর তার লিড ১৫ পয়েন্ট থেকে কমে ১৩ পয়েন্ট হয়েছে। অস্ট্রেলিয়ার ১২৬ রেটিং পয়েন্ট রয়েছে।

বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল দক্ষিণ আফ্রিকা এবং ভারতকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে, তার রেটিং পয়েন্ট ১১৩ হয়েছে। ভারত চতুর্থ স্থানে রয়েছে।

ICC Ranking ICC Indian Cricket Team