ইন্দোরে কেরিয়ারের সেরা ২৪৩ করেছেন। লাল বলের ক্রিকেটে নিজের দুরন্ত ফর্ম ধরে রেখেছেন মায়াঙ্ক। আর তার সুবাদেই এবার টেস্টের র্যাঙ্কিংয়ে প্রথম দশের তালিকায় চলে এসেছেন তারকা ব্যাটসম্যান। সেই সঙ্গে শীর্ষস্থানে ওঠার বিষয়ে আরও এগিয়ে গিয়েছেন বিরাট কোহলি। দুই নম্বর স্থানে থাকলেও শীর্ষে থাকা স্টিভ স্মিথের সঙ্গে তাঁর পয়েন্টের ব্যবধান আরও কমিয়ে এনেছেন। স্টিভন স্মিথের টেস্টের অর্জিত পয়েন্ট যেখানে ৯৩১। সেখানে বিরাটের পয়েন্ট ৯২৮। আর তিন পয়েন্ট পেলেই স্মিথকে পেরিয়ে যাবেন কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের প্রথম টেস্টেই শতরান করা জন্য কোহলির পয়েন্ট বেড়েছে।
১১থেকে মায়াঙ্ক আগারওয়াল দশম স্থানে চলে এসেছেন। তাঁর অর্জিত পয়েন্ট আপাতত ৭০০। প্রথম দশে থাকা অন্যান্য দুই ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা (৭৯১) ও অজিঙ্কা রাহানে (৭৫৯) যথাক্রমে নিজেদের চতুর্থ ও পঞ্চম স্থান ধরে রেখেছেন।
???? Ben Stokes jumps to No.9
???? Mayank Agarwal makes his top-10 debut
???? Virat Kohli closes the gap with Steve SmithThe latest @MRFWorldwide ICC Test Rankings for batting: https://t.co/UQn9xI4e8K pic.twitter.com/axw8iq6Lnc
— ICC (@ICC) November 26, 2019
আরও পড়ুন ICC Ranking: কেরিয়ারের সেরা র্যাঙ্কিং শামি, মায়াঙ্কের
ভারতীয় পেসাররা চলতি মরশুমে আগুন ঝড়াচ্ছেন। বুমরা না থাকলেও শামি, উমেশ, ইশান্তদের দাপুটে বোলিং নজির গড়েছে ইডেন টেস্টে। প্রতিপক্ষের ১৯টি উইকেটই তুলে নিয়েছেন তাঁরা। তার প্রতিফলন টেস্ট র্যাঙ্কিংয়েও। ইশান্ত শর্মা ও উমেশ যাদব দু-জনেই কেরিয়ারের সর্বোচ্চ পয়েন্ট অর্জন করেছেন। তাঁরা দুজনে রয়েছেন যথাক্রমে ১৭ ও ২১ নম্বর স্থানে।
???????? Neil Wagner breaks into the top five
???????? Josh Hazlewood returns to the top 10
???????? R Ashwin progresses in the rankingsUpdated @MRFWorldwide ICC Test Rankings for bowling: https://t.co/to2xXUIssc pic.twitter.com/VspDMmFiUS
— ICC (@ICC) November 26, 2019
আরও পড়ুন আইসিসি টি-২০ র্যাঙ্কিং: ৮৮ ধাপ উঠলেন দীপক চাহার
বোলারদের মধ্যে ১ স্থান এগিয়েছেন অশ্বিনও (৭৭২ পয়েন্ট)। তিনি আপাতত নয় নম্বরে। চোটের জন্য বেশ কিছু টেস্টে খেলতে পারেননি বুমরা। চতুর্থ স্থান থেকে বুমরা আপাতত পঞ্চম স্থানে নেমে এসেছেন। বোলারদের মধ্যে একধাপ এগিয়ে ১৫নম্বর স্থানে পৌঁছে যাওয়া রবীন্দ্র জাদেজা আপাতত অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে। শীর্ষে রয়েছেন জেসন হোল্ডার। অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ নেমে গিয়েছেন অশ্বিন। তিনি রয়েছেন পঞ্চম স্থানে।
???? Vernon Philander
???? Colin de Grandhomme
Jason Holder remains at the ????Updated @MRFWorldwide ICC Test Rankings for all-rounders: https://t.co/7ghhYeZebT pic.twitter.com/9csnVMaiRi
— ICC (@ICC) November 26, 2019
ইডেন টেস্টে লড়াকু ৭৪ রান করার সুবাদে মুশফিকুর রহিম ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ২৬নম্বর স্থানে পৌঁছে গিয়েছেন। লিটন দাস আবার আধ ধাপ এগোলেন। তিনি রয়েছেন ৭৮ নম্বর স্থানে।
Read the full article in ENGLISH