scorecardresearch

আইসিসি টি-২০ র‌্যাঙ্কিং: ৮৮ ধাপ উঠলেন দীপক চাহার

নাগপুরে অসাধারণ পারফরম্য়ান্সের দাম পেলেন দীপক চাহার। আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ইতিহাসে সেরা বোলিং পরিসংখ্য়ানের (৬/৭) সৌজন্য়ে চাহার আইসিসি-র টি-২০ র‌্যাঙ্কিংয়ে ৮৮ ধাপ এগিয়ে ৪২ নম্বরে এলেন।

Deepak Chahar claims 2nd hat-trick within 48 hours
৪৮ ঘণ্টার মধ্য়ে দ্বিতীয় হ্য়াটট্রিক দীপক চাহারের (ছবি-টুইটার, দীপক চাহার)

নাগপুরে অসাধারণ পারফরম্য়ান্সের দাম পেলেন দীপক চাহার। আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ইতিহাসে সেরা বোলিং পরিসংখ্য়ানের (৬/৭) সৌজন্য়ে চাহার আইসিসি-র টি-২০ র‌্যাঙ্কিংয়ে ৮৮ ধাপ এগিয়ে ৪২ নম্বরে এলেন।

রবিবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের ফয়সলা ম্য়াচে রাজস্থানের সিমার একাই গুটিয়ে দিয়েছিলেন বাংলাদেশের ব্য়াটিং লাইন-আপ। ভারতের ৩০ রানের জয়ের রাতে হাফ ডজন উইকেট পান চাহার।

আরও পড়ুন- বিসিসিআইয়ের বিরাট ভুল, ফ্য়ানেরা জানালেন চাহার নন, একতাই প্রথম

যদিও এই টি-২০ বোলারদের তালিকায় মগডালেই রয়েছেন আফাগানিস্তানের স্পিনার রশিদ খান। নিউজিল্য়ান্ডের মিচেল স্য়ান্টনার রয়েছেন ঠিক তারপরেই। ২০১৮-র জানুয়ারি মাসে একে ছিলেন তিনি। এরপর এটাই তাঁর সেরা  র‌্যাঙ্কিং। তিনে আছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম, চারে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও পাঁচে পাকিস্তানের শাহদাব খান।

টোয়েন্টি-টোয়েন্টিতে ব্য়াটসম্য়ানদের তালিকায় ভারতের রোহিত শর্মা ও কেএল রাহুল রয়েছেন প্রথম দশে। র‌্যাঙ্কিংয়ে সাতে হিটম্য়ান। নাগপুরে কেরিয়ারের ৬ নম্বর আন্তর্জাতিক টি-২০ ফিফটির সুবাদে এক ধাপ এগিয়ে রাহুল এসেছেন আটে। এই তালিকায় একেই রয়েছেন পাকিস্তানের বাবর আজম। দুয়ে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। তিনে ইংল্য়ান্ডের দাভিদ মালান

অলরাউন্ডারদের মধ্য়ে একে উঠে এসেছেন আফগানিস্তানের মহম্মদ নবি। ‘মানসিক স্বাস্থ্যজনিত’ সমস্য়ায় গ্লেন ম্য়াক্সওয়েল ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন। ফলে নবি উঠে এসেছেন একে।

Read full story in English

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: %e0%a7%8d%e0%a7%8d%e0%a7%8d