Advertisment

Champions Trophy Tour in Pakistan: ট্রফি নিয়ে খোলাখুলি লড়াইয়ে ভারত-পাকিস্তান! চ্যাম্পিয়ন্স ট্রফিকে কাশ্মীরে যাওয়া আটকাল ICC

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানকে কাশ্মীর ধাক্কা এবার আইসিসির। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের শীর্ষপদে দায়িত্ব নিতে চলেছেন জয় শাহ।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Pakistan, champions trophy, ভারত বনাম পাকিস্তান

India-Pakistan: ভেস্তে গেল পাকিস্তানের পরিকল্পনা। (ছবি- ফাইল)

ICC champions trophy tour: বিসিসিআই আগেই জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে না। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে আইসিসির থেকেও রামধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসি জানিয়ে দিল, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) কোথাও চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেওয়া যাবে না। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হবে ১৬-২৪ নভেম্বর। পিসিবি তার মধ্যে কিছু ম্যাচ পাক অধিকৃত কাশ্মীর (PoK)-এর স্কারদু, মুরি, হুনজা এবং মুজাফফরাবাদে আয়োজনের পরিকল্পনা করেছিল।  

Advertisment

এনিয়ে পিসিবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টে লিখেছিল, 'তৈরি হও, পাকিস্তান! আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ট্রফি সফর শুরু হবে ১৬ নভেম্বর ইসলামাবাদে। ২৪ নভেম্বর পর্যন্ত স্কারদু, মুরি, হুনজা এবং মুজাফফরাবাদের মতো মনোরম বেড়ানোর জায়গাগুলোতেও ট্রফি ঘুরবে। সরফরাজ আহমেদ ২০১৭ সালে ওভালে যে ট্রফি তুলেছিল, তার ঝলক দেখুন।' 

পিওকে কাশ্মীরের সেই বিতর্কিত অঞ্চল, যা কাশ্মীর ভারতভুক্ত হওয়ার সময় পাকিস্তান দখল করেছিল। বিসিসিআই আইসিসিকে জানিয়েছে যে ভারতীয় দল পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না। পালটা পাকিস্তান আইসিসির কাছে চিঠি পাঠিয়ে জানতে চেয়েছে যে কেন ভারতীয় দল পাকিস্তানে খেলতে আসবে না? জবাবে বিসিসিআই ভারতে পাকিস্তানের সমস্ত 'জঙ্গি কার্যকলাপ'-এর উদাহরণ তুলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছে বিস্তারিত জবাব দেবে বলে ঠিক করেছে। আইসিসিকে জানানো হবে যে, 
ভারত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আর, সেই কারণে পাকিস্তান সফর না করাই উচিত। এই ব্যাপারে অন্য দলের সঙ্গে ভারতকে মেলানো যায় না বলেও জবাবে জানিয়ে দেবে বিসিসিআই।

আরও পড়ুন- কাদায় খালি পায়ে দৌড়েই ফিটনেস পরীক্ষা! শামির কামব্যকের পরেই সেরা রহস্য ফাঁস কোচের

চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে ভারতের অনুপস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মিলিয়ন ডলার ক্ষতি হবে। তবে, যদি পাকিস্তান ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলে রাজি থাকে, তবে তারা মোট ক্ষতির মাত্র ২০-৩০% হারাবে। শুধু তাই নয়, হোস্টিং ফি-ও পাবে পিসিবি। আর পাকিস্তান যদি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে রাজি না হয়, তাহলে সম্ভবত সংযুক্ত আরব আমিরশাহি টুর্নামেন্টটি আয়োজন করবে। সম্প্রচারকারীরা একই সময় সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্ট আয়োজন করবে। সবপক্ষের সঙ্গে আলোচনার পর আগামী সপ্তাহে এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করবে আইসিসি।

ICC kashmir Champions Trophy Cricket News Indian Cricket Team Pakistan Cricket Team Team India
Advertisment