পাকিস্তান: ১০৫/৮ (২০ ওভার)
ভারত: ১০৮/৪ (১৮.৫ ওভার)
IND vs PAK, Women's T20I World Cup 2024, Match Report: টানটান উত্তেজনার মধ্যে শেষ হল ভারত-পাকিস্তান টি২০ বিশ্বকাপের ম্যাচ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গ্রুপ পর্যায়ের ৭ম খেলায় পাকিস্তান মহিলা দলকে ৭ বল বাকি থাকতেই ৬ উইকেটে হারাল ভারত।
এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৮ উইকেটে তোলে ১০৫ রান। শুরুটা অবশ্য ভালো হয়নি পাকিস্তানের। গুল ফিরোজাকে বিনা রানেই ফিরিয়ে দেন রেণুকা সিং। এরপর ব্যক্তিগত ১১ বল খেলে ব্যক্তিগত ৮ রানের মাথায় দীপ্তি শর্মার বলে বোল্ড হন সিদরা আমিন।
ওমাইমা সোহেল অরুন্ধতী রেড্ডির বলে ব্যক্তিগত ৩ রানের মাথায় শেফালি ভার্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এভাবে পরপর উইকেট পড়ে যাওয়ায় ভয়ংকর সমস্যায় পড়ে যায় পাকিস্তানের মহিলা দল। তার মধ্যেও উইকেটে টিকে থাকেন ওপেনার উইকেটকিপার মুনিবা আলি।
আরও পড়ুন: সবাই তো বলেছিল রোহিতের সামনে পারব না! 'কোহলি বিদ্বেষী' সাকিবের মুখে ফের বিতর্কের বিস্ফোরণ
তাঁর সঙ্গে দলের এই পতন রোখায় হাত লাগান নিদা দার। কিন্তু, মুনিবাকে ব্যক্তিগত ১৭ রানের মাথায় ফিরিয়ে বড় আঘাত হানেন রিচা ঘোষ। ২৬ বল খেলা মুনিবা দুটো চারও মেরেছিলেন। কিন্তু, শ্রেয়াঙ্কা পাতিলের বলে তাঁর স্ট্যাম্পড করে দেন রিচা। ফলে মুনিবা আর নিদার জুটি ভেঙে যায়। মুনিবার বদলে নামেন আলিয়া রিয়াজ। কিন্তু, ৯ বলে ৪ রান করার পরে তাঁকেও ফিরিয়ে দেন অরুন্ধতী রেড্ডি।
এরপর দলের হাল ধরার চেষ্টা করেন পাকিস্তান মহিলা দলের ক্যাপ্টেন ফতিমা সানা। কিন্তু, অরুন্ধতী রেড্ডির বলে ব্যক্তিগত ২৮ রানে ফিরে যান নিদা দার। ফতিমা চালিয়ে খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু, আশা শোভনা তাঁকে ফিরিয়ে দেন। ফতিমার ক্যাচ ধরে রিচা। ফতিমা ৮ বলে টি২০-র মেজাজে ১৩ রান করেছেন। শ্রেয়াঙ্কা পাতিলের বলে তুবা হাসান শেফালি ভার্মার হাতে ক্যাচ দিয়ে বিনা রানেই ফিরে যান। শেষ পর্যন্ত সৈয়দা অরুব শাহ চেষ্টা করেছিলেন।
তিনি ১৭ বলে ১৪ রান করে নটআউট থেকে যান। নাশরা সান্ধুও ২ বলে ৬ রান করে অপরাজিত থেকে যান। ভারতের হয়ে অরুন্ধতী রেড্ডি ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন শ্রেয়াঙ্কা পাতিল। রেণুকা সিং, দীপ্তি শর্মা ও আশা শোভনা নিয়েছেন ১টি করে উইকেট।
লক্ষ্যমাত্রা কম থাকায় জয়ের গন্ধ পেয়ে বেশ জোরদার শুরু করে ভারত। কিন্তু, স্মৃতি মান্ধানা ১৬ বলে ৭ রান করে আউট হয়ে যান। তবে শেফালি ভার্মা ও জেমিমা রডরিগজ লড়াই চালিয়ে যেতে থাকেন। শেফালি ভার্মা ৩টি চার-সহ ৩৫ বলে ৩২ রান করে ওমাইমা সোহেলের বলে আলিয়া রিয়াজের হাতে ক্যাচ দিয়ে আউট হন।
জেমাইমা ২৮ বলে ২৩ রান করার পরে ফতিমা সানার বলে মুনিবা আলির হাতে ক্যাচ দিয়ে আউট হন। রিচা শর্মা আবার ফতিমা সানার বলে মুনিবা আলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এই সময় দলের হাল ধরেন ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর। তাঁর সঙ্গ দেন দীপ্তি শর্মা। হরমনপ্রীত করেন ২৪ বলে ২৯ রান। কিন্তু, তিনি 'রিটায়ার্ড হার্ট' হয়ে মাঠ ছাড়েন। আর, দীপ্তি শর্মা ৮ বলে করেন ৭ রান।
সজীবন সঞ্জনা নেমে চার মারেন। এর ফলে ভারতের রান দাঁড়ায় ১৮ ওভার ৫ বলে ১০৮। পাকিস্তানের থেকে তিন রান বেশি। পাকিস্তানের হয়ে অধিনায়ক ফতিমা সানা শেখ ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। সাদিয়া ইকবাল ও ওমাইমা সোহেল পেয়েছেন ১টি করে উইকেট।