Advertisment

Tanzim Sakib on Rohit Sharma wicket: সবাই তো বলেছিল রোহিতের সামনে পারব না! 'কোহলি বিদ্বেষী' সাকিবের মুখে ফের বিতর্কের বিস্ফোরণ

IND vs BAN 1st t20I: বাংলাদেশের উদীয়মান প্রতিভা হিসাবে আবির্ভাব ঘটেছে তানজিম সাকিবের। বিশ্বকাপে কোহলিকে আউট করে অঙ্গভঙ্গি করেছিলেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Tanzim Sakib on Rohit Sharma wicket

Tanzim Sakib on Rohit Sharma wicket: এশিয়া কাপে রোহিত, বিশ্বকাপে কোহলি শিকার হয়েছেন সাকিবের বলে (টুইটার)

IND vs BAN 1st t20I, Tanzim Sakib on Rohit Sharma wicket: আন্তর্জাতিক উইকেটের সূচনাই হয়েছিল সাড়া জাগানো উইকেট নিয়ে। সেটা আর কেউ নন, স্বয়ং বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়া দলনেতা রোহিত শর্মার। ভারত বনাম বাংলাদেশ ম্যাচের আগেই উত্তাপ ছড়িয়ে রোহিতকে আউট করার স্মৃতি ঘুরে ফিরে আসছে সাকিবের গলায়। বলছেন, অনেকেই নাকি সেই সময় তাঁকে বলেছিলেন, রোহিতের মত ব্যাটারদের বিপক্ষে বল করার জন্য তিনি একদমই আনকোরা। তবে উইকেট শিকার করে নিজেকে প্রমাণ করেছিলেন তিনি।

Advertisment

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলে দিয়েছেন, "সেটা ছিল আমার অভিষেক ম্যাচ। প্রতিপক্ষ দলের হয়ে ব্যাট হাতে ছিলেন রোহিত শর্মা। সত্যি কথা বলতে কখনই নিজের মাথায় বিষয়টি নিয়ে ভাবিনি। আমাকে বলা হয়েছিল, আমি একদমই নতুন। রোহিতের বিপক্ষে নাকি বলই করতে পারব না। কিন্তু আমি নিজের সামর্থ্যের ওপর আস্থা রেখেছিলাম।"

"জানতাম নতুন বল যদি ঠিক জায়গায় রাখতে পারি তাহলে যে কোনও ব্যাটারকে সমস্যায় ফেলা সম্ভব। নিজের শক্তির বিষয় ভাবনাচিন্তা করে মাঠে তা প্রয়োগ করার চেষ্টা করি। প্রতিপক্ষ হিসাবে কে রয়েছে, তা কখনই ভাবিনি।"

আরও পড়ুন: IPL-এর আগেই মুম্বইয়ে নেতৃত্ব ছাঁটাইয়ে হার্দিক! বিস্ফোরক ইঙ্গিতে চরম বয়ান টিম ইন্ডিয়া ক্যাপ্টেনের

২১ বছরের তারকা শ্রীলঙ্কায় আয়োজিত এশিয়া কাপে অভিষেক ঘটিয়েছিলেন ২০২৩-এ। কলম্বোয় ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই রোহিতকে দু বলে ডাকে ফেরত পাঠান জুনিয়র সাকিব। ৭.৫ ওভারে ৩২ রানের বিনিময়ে প্ৰথম ম্যাচেই জোড়া উইকেট তুলে নিয়েছিলেন তিনি। রোহিতের সঙ্গেই সাকিবের শিকার হয়েছিলেন অভিষেক ম্যাচ খেলতে তিলক ভার্মা। শুভমান গিলের শতরান সত্ত্বেও সেই ম্যাচ ভারত শেষমেশ হেরে যায়।

টি২০ বিশ্বকাপেও সাকিব নজরকাড়া পারফর্ম করেছেন। নেপালের বিরুদ্ধে ধ্বংসাত্মক মেজাজে জ্বলে উঠেছিলেন তিনি। ৭ রানের বিনিময়ে শিলার করেন ৪ উইকেট। বিশ্বকাপের সময়েই চোটের শিকার হন প্রিমিয়ার বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম। তবে সাকিব সেই অভাব ঢেকে দিয়েছিলেন। প্রথমবার বিশ্বকাপের মঞ্চে ১১ উইকেট তুলে নিয়েছিলেন বাংলাদেশের তরুণ তুর্কি। সেই আত্মবিশ্বাস সঙ্গী করেই রবিবার ভারতের বিপক্ষে প্ৰথম টি২০-তে খেলতে নামবেন তিনি।

বিশ্বকাপে কোহলিকে আউট করা তারকা আরও বলেছেন, "মাথায় সবসময় একটি বিষয়ই ঢুকিয়ে নিতে চাই। ভালো বল সমস্ত ব্যাটারদের জন্যই ভালো বল। সে আন্তর্জাতিক ক্রিকেটের তারকা নাকি ঘরোয়া ক্রিকেটে খেলে- বলের মেরিট অনুযায়ীই আউট হয়ে থাকে। সবসময় নিজের সেরা বোলিং করার চেষ্টা করে থাকি।"

গোয়ালিয়রে শুরু হতে চলা টি২০ সিরিজে ভারতের সামনে সাকিব খাপ খুলতে পারেন কিনা, সেটাই দেখার।

Rohit Sharma Asia Cup Bangladesh Cricket Indian Cricket Team Indian Team Bangladesh Cricket Team India Cricket Team Team-India Team India
Advertisment