Advertisment

একেই বছর শেষ করলেন বিরাট-রাবাদা, এগোলেন বুমরা

বছরের শেষ দিনেই আইসিসি প্রকাশ করল সাম্প্রতিক টেস্ট র‌্যাঙ্কিং। ব্যাটসম্যানদের মগডালে বিরাজমান ভারত অধিনায়ক বিরাট কোহলি। বোলারদের তালিকায় শীর্ষেই দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli, Kagiso Rabada finish 2018 on top

একেই বছর শেষ করলেন বিরাট-রাবাদা, এগোলেন বুমরা (ছবি-টুইটার)

বছরের শেষ দিনেই আইসিসি প্রকাশ করল সাম্প্রতিক টেস্ট র‌্যাঙ্কিং। ব্যাটসম্যানদের মগডালে বিরাজমান ভারত অধিনায়ক বিরাট কোহলি। বোলারদের তালিকায় শীর্ষেই দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। কোহলি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের থেকে ৩৪ পয়েন্ট এগিয়ে রয়েছেন। অন্যদিকে রাবাদার ঠিক পরেই রয়েছে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। দু’জনের পয়েন্টের ফারাক ৬।

Advertisment

চলতি বছর কেরিয়ারের সর্বোচ্চ টেস্ট রেটিং পয়েন্ট পেয়েছেন কোহলি। তাঁর ঝুলিতে ৯৩৭। কোনও ভারতীয় ব্যাটসম্যান হিসিবেও এটা নজির। কোহলি এবছর টেস্টে ১৩২২ রান করেছেন। অন্য়দিকে কোহলির সতীর্থ চেতেশ্বর পূজারা রয়েছেন চার নম্বরেই। মেলবোর্নে অভিষেককারী ময়ঙ্ক আগরওয়াল দুই ইনিংস মিলিয়ে যথাক্রমে ৭৬ ও ৪২ করেন। এই রানের সৌজন্যে ৬৭ নম্বরে আসেন।

আরও পড়ুন: আইসিসি-র বর্ষসেরা হলেন স্মৃতি মন্ধনা

বক্সিং-ডে টেস্টে কেরিয়ারের সেরা বোলিং করেছেন যসপ্রীত বুমরা। ৮৬ রানে নয় উইকেট পান তিনি। আর এই পারফরম্যান্সের হাত ধরেই ২৮ থেকে ১২ নম্বরে এলেন তিনি। অন্যদিকে অজি পেসার প্যাট কামিন্সও মেলবোর্নে দুর্দান্ত বল করেছেন। ১৬ নম্বর থেকে তিনে এসেছেন তিনি। রাবাদা কনিষ্ঠতম বোলার হিসেবে বছরে টানা ১৭৮ দিন একে থাকলেন। চলতি বছর ১০টি টেস্টে ৫২টি উইকেট নিয়েছেন তিনি। দলগত  র‌্যাঙ্কিংয়ে একেই আছে ইন্ডিয়া (১১৬), দু’নম্বরে ইংল্যান্ড (১০৮) ও তিনে নিউজিল্যান্ড (১০৭)। চারে ও পাঁচে রয়েছে দক্ষিণ আফ্রিকা (১০৬) ও অস্ট্রেলিয়া (১০২)

cricket Virat Kohli ICC Ranking
Advertisment