সোমবার আইসিসি তাদের সাম্প্রতিক টেস্ট র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করল। প্রত্য়াশামতো একেই রয়েছেন স্টিভ স্মিথ। চলতি মাসের শুরুতেই বিরাট কোহলিকে টপকে সিংহাসনে বসেন স্টিভ স্মিথ। অ্যাশেজের নায়ককে সরানো গেল না তাঁর জায়গাতে। মগডালেই রইলেন তিনি। দু'নম্বরে থাকলেন ভারত অধিনায়ক।
সদ্য়সমাপ্ত অ্যাশেজে বেন স্টোকসের সঙ্গে যুগ্মভাবে সিরিজের সেরা হয়েছেন স্মিথ। সাত ইনিংস মিলিয়ে তাঁর ব্য়াট থেকে এসেছে ৭৭৪ রান। তাঁর গড় ১১০.৫৭। ওভালের শেষ ইনিংস বাদ দিয়ে স্মিথ একবারও ৫০-এর নিচে রান করেননি। তাঁর রান ছিল যথাক্রমে ১৪৪, ১৪২, ৯২, ৮০ ও ২৩। স্মিথের এখন রেটিং পয়েন্ট ৯৩৭। কোহলি তাঁর থেকে ৩৪ পয়েন্টে পিছিয়ে রয়েছেন। তিনে আছেন নিউজিল্য়ান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (৮৭৮ পয়েন্ট)। চারে রয়েছেন চেতেশ্বর পূজারা। তাঁর ঝুলিতে ৮২৫ পয়েন্ট।
আরও পড়ুন: দীনেশ কার্তিককে ক্ষমা করে দিল বিসিসিআই, চিঠি নিল বোর্ড
স্মিথ ছাড়াও তাঁর সতীর্থ প্য়াট কামিন্স রয়েছেন বোলারদের তালিকায় একে। অ্যাশেজে ২৯টি উইকেট নিয়েছেন তিনি। গড় ছিল ৬৪. ৫৬। তাঁর সংগ্রহে ৯০৮ পয়েন্ট। দুয়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (৮৫১ পয়েন্ট)। তিনে ভারতের জসপ্রীত বুমরা (৮৩৫ পয়েন্ট)। চারে ক্য়ারিবিয়ান ক্য়াপ্টেন জেসন হোল্ডার (৮১৪ পয়েন্ট)। পাঁছে প্রোটিয়া বোলার ভার্নন ফিল্যান্ডার (৮১৩ পয়েন্ট)।
Read full story in English