যুব বিশ্বকাপের আসর বসেছে সুদূর দক্ষিণ আফ্রিকায়। সেখানে অবশ্য এশিয়ান ফাইনাল হচ্ছে। প্রিয়ম গর্গের ভারতীয় যুব ক্রিকেট দল এবং আকবর আলির নেতৃত্বাধীন বাংলাদেশের যুব দল ফাইনালের মঞ্চে পরস্পরের মুখোমুখি। দুই দলই টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে পা রেখেছে। সেমিতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কার্যত ঘাম না ঝড়িয়েই জয় পেয়েছে। যশস্বী জয়সোয়াল শতরান করে শেষ চারের লড়াই মাতিয়ে দিয়েছিলেন।
অন্যদিকে, সিনিয়র কিংবা জুনিয়র যে কোনও পর্যায়ের ক্রিকেটে প্রথমবার আইসিসির টুর্নামেন্টের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজ প্রথমবার যুব বিশ্বকাপের ফাইনালে খেলেছিল। তারপরে অভিষেককারী ফাইনাল-দল হিসেবে আবির্ভূত হচ্ছে বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশ নিউজিল্য়ান্ডকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে।
আরও পড়ুন ধোনির মতোই ঠাণ্ডা মাথার ফিনিশার! এই তারকাকেই ফাইনালে ভয় ভারতের
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২১২ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ ৩২ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে ফেলেছিল। তবে মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয়ের পার্টনারশিপে ভর করে চাপের বাধা কাটিয়ে ওঠে বাংলাদেশ। জয় শতরান করে দলকে ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ করেন। তৃতীয় উইকেটে এই জুটি ৬৮ রান যোগ করে যায়।
যুব বিশ্বকাপের ইতিহাসে ভারত সবথেকে সফল দল। গতবছরেও খেতাব জিতেছিল। টানা দু-বার ট্রফি জয়ের সামনে ভারতের বাধা আপাতত একটাই, বাংলাদেশ। ভারতের ব্যাটিং পুরোপুরি জয়সোয়াল, দিব্যাংশ সাক্সেনা, এবং অধিনায়ক প্রিয়ম গর্গের উপরে নির্ভরশীল। রবিবারে উত্তেজক ফাইনাল অপেক্ষা করছে। সেখানে কোন দল শেষ হাসি হাসে, সেটাই আপাতত দেখার।
আরও পড়ুন ভারতের বিরুদ্ধে বারেবারেই হার! বিশ্বকাপের ফাইনালে প্রতিশোধের স্বপ্ন বাংলাদেশের
ভারতীয় অনুর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ম্যাচ কবে?
ভারতীয় অনুর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ম্যাচটি ৯ ফেব্রুয়ারি, রবিবার।
ভারতীয় অনুর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ম্যাচ কোথায় হবে?
ভারতীয় অনুর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ম্যাচটি পচেমস্ট্রুমের সেনওয়াস পার্কে অনুষ্ঠিত হবে।
ভারতীয় অনুর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ম্যাচ কখন শুরু হবে?
ভারতীয় অনুর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ম্যাচটি ভারতীয় সময় দুপুর ১.৩০-এ শুরু। টস হবে সকাল ১টার সময়।
আরও পড়ুন রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সৌরভের একরত্তি সানা এখন আঠারো
ভারতীয় অনুর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ম্যাচ কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?
ভারতীয় অনুর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ম্যাচ স্টার স্পোর্টস-৩ তে দেখা যাবে।
ভারতীয় অনুর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
হটস্টার ডট কমে, হটস্টার অ্যাপ এবং জিও টিভিতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে।
ভারতীয় অনুর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ম্যাচ অনলাইনে কোথায় দেখা যাবে?
ম্যাচের লাইভ স্কোর ও আপডেট পেতে নজর রাখুন https://indianexpress.com/sports/
ভারতীয় স্কোয়াড: প্রিয়ম গর্গ, কার্তিক ত্যাগী, যশস্বী জয়সোয়াল, বিদ্যাধর পাতিল, তিলক ভার্মা, শুভং হেগড়ে, দিব্যাংশ সাক্সেনা, রবি বিষ্ণোই, শাস্বত রাওয়াত, ধ্রুব জুরেল, সিদ্ধেশ ভীর, আকাশ সিং, অথর্ব আঙ্কোলেকর, সুশান্ত মিশ্র, কুমার কুশাগ্র
বাংলাদেশি স্কোয়াড: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, আকবর আলি, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মুরাদ, শাহিন আলম, প্রান্তিক নওরোজ নাবিল, অভিষেক দাস, মৃত্যুঞ্জয় চৌধুরী
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
https://t.me/iebangla