ভারত: ২৯৫/৮
নিউজিল্যান্ড: ৮১/১০
ICC U-19 World Cup, IND u19 vs BAN U19 Super Six stage: ভারতের সামনে কার্যত একপেশেভাবে হারল নিউজিল্যান্ড। অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা সফলভাবেই পেরিয়েছে টিম ইন্ডিয়া। সুপার সিক্স পর্বে প্ৰথম ম্যাচেই টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। আর কিউইদের কচুকাটা করে হারাল ভারত। জয়ের ব্যবধান বিশাল ২১৪ রানের।
মুশির খানের দুর্দান্ত শতরানে ভর করে ভারত ২৯৬ রানের টার্গেট ছুড়ে দিয়েছিল নিউজিল্যান্ডকে। জবাবে একপেশেভাবে নিউজিল্যান্ডে গুঁড়িয়ে গেল মাত্র ৮১ রানে। কোনও লড়াই-ই দিতে পারল না ব্ল্যাক ক্যাপস বাহিনী।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচেই মুশির খান সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে করলেন ঝকঝকে শতরান। জোড়া সেঞ্চুরি নিয়ে মুশির চলতি যুব বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেলেন। তাঁর নামের পাশে মাত্র চার ম্যাচ খেলেই ৩০০ প্লাস রান। এই আগে আয়ারল্যান্ডের বিপক্ষে অর্ধশতরান-ও করেছিলেন। কিউইদের বিপক্ষে ১২৬ বলে ১৩১ করলেন। তিন অঙ্কের রানে পৌঁছলেন মাত্র ১০৯ বলে। নিজের ইনিংসে ১৩ বাউন্ডারির পাশাপাশি তিনটে বিরাট ছক্কাও হাঁকান মুশির।
সরফরাজ খানের ভাই মুশিরের সঙ্গেই রানের দেখা পেয়েছেন ওপেনার আদর্শ সিং (৫২)। বাকিরা কেউই সেভাবে ব্যাট হাতে রানের দেখা পাননি। ক্যাপ্টেন উদয় সাহারান ৩৪ করেন।
আরও পড়ুন- কোহলিকে কি আর পাওয়া যাবে আদৌ! কঠিন সময়ে ভয় ধরানো আপডেট BCCI সূত্রে
আর্শিন কুলকার্নি আউট হয়ে যাওয়ার পর মুশির ব্যাট করতে নেমেছিলেন। তারপর আদর্শ সিংয়ের সঙ্গে ৭৭ রানের পার্টনারশিপ গড়েন তিনি। আদর্শ আউট হয়ে যাওয়ার পর মুশির ক্যাপ্টেন উদয় সাহারানের সঙ্গে আরও ৮৭ রান জোড়েন।
ভারত ২৯৫ স্কোরবোর্ডে তুলে দেওয়ার পর নিউজিল্যান্ডের কতটা লড়াই করতে পারে, সেটাই ছিল দেখার। তবে কিউইরা অসহায়ভাবে আত্মসমর্পণ করে যায়। মুশির খান শতরানের সঙ্গেই বল হাতে দুই উইকেটও নেন। কিউইদের চার উইকেট তোলেন সৌম্য পাণ্ডে। দুই উইকেট নিয়েছেন লিম্বানিও। সুপার সিক্স পর্বে ভারত পরের ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে।