India U19 vs Bangladesh U19 (IND vs BAN) U19 World Cup Final 2020 Match Date, Time, Players List:
যুব বিশ্বকাপের আসর বসেছে সুদূর দক্ষিণ আফ্রিকায়। সেখানে অবশ্য এশিয়ান ফাইনাল হচ্ছে। প্রিয়ম গর্গের ভারতীয় যুব ক্রিকেট দল এবং আকবর আলির নেতৃত্বাধীন বাংলাদেশের যুব দল ফাইনালের মঞ্চে পরস্পরের মুখোমুখি। দুই দলই টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে পা রেখেছে। সেমিতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কার্যত ঘাম না ঝড়িয়েই জয় পেয়েছে। যশস্বী জয়সোয়াল শতরান করে শেষ চারের লড়াই মাতিয়ে দিয়েছিলেন।
রবিবারে সেনওয়াস পার্কে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে খেলতে নামবে বাংলাদেশ। অধিনায়ক আকবর আলির নেতৃত্বে ইতিহাস গড়ার লক্ষ্যেই এগোচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ টুর্নামেন্টের সবথেকে কঠিন প্রতিপক্ষ ভারত। ধারেভারে ভারত অনেক এগিয়ে। অন্যদিকে প্রিয়ম গর্গের নেতৃত্বে ভারত পঞ্চমবার খেতাবের লড়াইয়ে নামবে। টুর্নামেন্টের ইতিহাসে ভারতই সবথেকে সফল দল। এর আগে চারবার ট্রফি জিতেছে।
আরও পড়ুন ধোনির মতোই ঠাণ্ডা মাথার ফিনিশার! এই তারকাকেই ফাইনালে ভয় ভারতের
অন্যদিকে, সিনিয়র কিংবা জুনিয়র যে কোনও পর্যায়ের ক্রিকেটে প্রথমবার আইসিসির টুর্নামেন্টের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজ প্রথমবার যুব বিশ্বকাপের ফাইনালে খেলেছিল। তারপরে অভিষেককারী ফাইনাল-দল হিসেবে আবির্ভূত হচ্ছে বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশ নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে।
সেমিফাইনালে দু-দলের জার্সিতে শতরানের হাকিয়েছেন যশস্বী জয়সোয়াল ও মাহমুদুল হাসান জয়। কোনও সন্দেহ নেই ফাইনালে ভারতই ট্রফি জয়ের বিষয়ে ফেভারিট। দলের প্রধান তারকারা- যশস্বী জয়সোয়াল, লেগস্পিনার রবি বিষ্ণোই, দিব্যাংশ সাক্সেনা, কার্তিক ত্যাগী প্রত্যেকেই ফর্মে রয়েছেন।
আরও পড়ুন রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সৌরভের একরত্তি সানা এখন আঠারো
বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে চ্যালেঞ্জ হতে চলেছে ভারতীয় পেসারদের মোকাবিলা করার। শর্ট পিচ বলে এর আগে বাকি দলগুলি সামনে কঠিন সমস্যায় ফেলেছিলেন। পাকিস্তানের ব্যাটসম্যানরাও মোকাবিলা করতে পারেনি এই শর্ট পিচ বলের। অধিনায়ক গর্গ তো ম্যাচের আগেই দলের রণকৌশল ফাঁস করে দেওয়ার ভঙ্গিতে বলেছেন, উপমহাদেশের ব্যাটসম্যানরা যেহেতু প্রথাগতভাবে শর্টপিচে বলে দুর্বল হয়, তাই এই অস্ত্রেই বাংলাদেশ বধের ছক কষছেন তাঁরা।
ভারতের সমস্যা একটাই। ভারতের ব্যাটিং পুরোপুরি জয়সোয়াল, দিব্যাংশ সাক্সেনা, এবং অধিনায়ক প্রিয়ম গর্গের উপরে নির্ভরশীল। টুর্নামেন্টে এখনও ভারতের মিডল অর্ডার সেভাবে পরীক্ষিত নয়। বাংলাদেশ ভারতের টপ অর্ডারের দ্রুত উইকেট তুলে নিয়ে মিডল অর্ডারে চাপ দেওয়ার কৌশল নিতে পারে।
আরও পড়ুন ভারতের বিরুদ্ধে বারেবারেই হার! বিশ্বকাপের ফাইনালে প্রতিশোধের স্বপ্ন বাংলাদেশের
ভারতীয় স্কোয়াড: প্রিয়ম গর্গ, কার্তিক ত্যাগী, যশস্বী জয়সোয়াল, বিদ্যাধর পাতিল, তিলক ভার্মা, শুভং হেগড়ে, দিব্যাংশ সাক্সেনা, রবি বিষ্ণোই, শাস্বত রাওয়াত, ধ্রুব জুরেল, সিদ্ধেশ ভীর, আকাশ সিং, অথর্ব আঙ্কোলেকর, সুশান্ত মিশ্র, কুমার কুশাগ্র
বাংলাদেশি স্কোয়াড: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, আকবর আলি, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মুরাদ, শাহিন আলম, প্রান্তিক নওরোজ নাবিল, অভিষেক দাস, মৃত্যুঞ্জয় চৌধুরী
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
https://t.me/iebangla
Read the full article in ENGLISH