ICC champions trophy tour: বিসিসিআইয়ের আপত্তিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির জায়গাগুলো বদলাল। পাশাপাশি বদলাচ্ছে সময়সূচিও। পাকিস্তান অধিকৃত কাশ্মীর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের তোড়জোড় করেছিল। তারপর এই আইসিসি ট্রফির ব্যাপারে আয়োজনের স্থান নিয়ে আপত্তি জানায় ভারত। সেই আপত্তিকে আমল দিয়েই বদলাল চ্যাম্পিয়ন্স ট্রফির স্থান। আর, আইসিসির ধমক খেয়ে পাকিস্তানের কয়েকটি বড় শহরেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের তোড়জোড় শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গ্লোবাল ট্রফি ট্যুর শনিবার ইসলামাবাদে শুরু হয়েছে। তাতে পাক অধিকৃত কাশ্মীরে ম্যাচ আয়োজনের ব্যাপারে আর কোনও উচ্চবাচ্য করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসি দ্রুত পদক্ষেপ করার পরই পিসিবি তাদের আগের অবস্থান এবং সূচি বদলাল। পাক অধিকৃত কাশ্মীরকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সফর এখন খাইবার পাখতুনওয়ালার অ্যাবোটাবাদ ছাড়াও করাচি, ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডিতে সীমাবদ্ধ করা হয়েছে।
শুক্রবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিসিসিআইয়ের এক আধিকারিক বলেছেন, 'বিসিসিআই সেক্রেটারি জয় শাহ পিওকেতে চ্যাম্পিয়ন্স ট্রফি সফর নিয়ে আপত্তি জানিয়েছিলেন। একইসঙ্গে তিনি জানিয়েছিলেন, এই ট্রফি সফর পাকিস্তানের অন্য কোনও শহরে বা পাক অধিকৃত কাশ্মীরের (PoK) বাইরে হলে তাঁর কোনও আপত্তি নেই। পিওকেতে যেন না হয়।'
ট্রফি সফরের সম্পূর্ণ তালিকা:
১৬ নভেম্বর | ইসলামাবাদ, পাকিস্তান |
১৭ নভেম্বর | তক্ষশিলা এবং খানপুর, পাকিস্তান |
১৮ নভেম্বর | অ্যাবোটাবাদ, পাকিস্তান |
১৯ নভেম্বর | মুরি, পাকিস্তান |
২০ নভেম্বর | নথিয়া গালি, পাকিস্তান |
২২-২৫ নভেম্বর | করাচি, পাকিস্তান |
২৬-২৮ নভেম্বর | আফগানিস্তান |
১০-১৩ ডিসেম্বর | বাংলাদেশ |
১৫-২২ ডিসেম্বর | দক্ষিণ আফ্রিকা |
২৫ ডিসেম্বর-৫ জানুয়ারি | অস্ট্রেলিয়া |
৬-১১ জানুয়ারি | নিউজিল্যান্ড |
১২-১৪ জানুয়ারি | ইংল্যান্ড |
১৫–২৬ জানুয়ারি | ভারত |
আর তারপরই চ্যাম্পিয়ন্স ট্রফির সফরসূচি ঠিক হয়েছে, তা ইসলামাবাদের পরে তক্ষশিলা এবং খানপুর (১৭ নভেম্বর), অ্যাবোটাবাদ (১৮ নভেম্বর), মুরি (১৯ নভেম্বর) এবং নাথিয়া গালি (২০ নভেম্বর) এবং করাচিতে (২২-২৫ নভেম্বর) হবে। আগের সফরসূচিতে স্কারদু, হুনজা এবং মুজাফফরাবাদের মত পাক অধিকৃত কাশ্মীরের শহরগুলো ছিল। ইসলামাবাদে সফরের উদ্বোধনী দিনে ট্রফিটি যেখানে প্রদর্শিত হয়েছে, তা হল- দামান-ই-কোহ, ফয়সাল মসজিদ ও পাকিস্তান মনুমেন্ট। সেখানে শোয়েব আখতার ট্রফির সঙ্গে ছিলেন।
আরও পড়ুন- আমি থাকলে জাতীয় দলে যোগ দিতাম! রোহিতের বিতর্কিত ছুটি নিয়ে বিস্ফোরক খোঁচা এবার সৌরভের
পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ২০১৭ সালে লন্ডনের ওভালে ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল। এই টুর্নামেন্টে যোগ দেওয়ার জন্য এবার পাকিস্তান সফরে আপত্তি জানিয়েছে ভারতীয় দল।। আইসিসি সেই ব্যাপারে সমাধানসূত্র খুঁজতে পিসিবির সঙ্গে চেষ্টা চালাচ্ছে। এই সমাধানসূত্রের অন্যতম হল হাইব্রিড মডেল। যেখানে প্রতিযোগিতার কিছু ম্যাচ পাকিস্তানের বাইরে হবে। সম্ভবত, সংযুক্ত আরব আমিরশাহি (UAE) অথবা দক্ষিণ আফ্রিকায়। ২৭ জানুয়ারি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা।