Sourav Ganguly on Rohit Sharma's absence from Team India in Border Gavaskar Trophy:
শুক্রবার ছেলে হওয়ার সুখবর পেয়েছেন। এবার সদ্য পিতা হওয়া রোহিত শর্মাকে পার্থ টেস্ট খেলতে পরামর্শ দিলেন সৌরভ গাঙ্গুলি। সন্তানের জন্মের জন্যই রোহিত পার্থ টেস্ট খেলবেন না বলে জল্পনা চলছিল। সেই জল্পনা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচের পর রোহিতের মন্তব্য কয়েকগুণ বাড়িয়ে দেয়। শুক্রবার রোহিতের সন্তানলাভের খবর জানার পর এবার সেনিয়ে মুখ খুললেন সৌরভ। তিনি ভারত অধিনায়ককে সদ্য পিতা হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি, আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফির শুরু থেকে রোহিতকে দলের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছেন।
রোহিতের দ্বিতীয় সন্তান হল। সেই ব্যাপারে বলতে গিয়েই সৌরভ বলেছেন, অস্ট্রেলিয়ায় আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফিতে রোহিতের উপস্থিতিটা জরুরি। সৌরভ বলেছেন, পার্থ-এর অপটাস স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হওয়ার এখনও পাঁচ থেকে ছ'দিন বাকি আছে। হতে পারে এটাই রোহিতের শেষ অস্ট্রেলিয়া সফর। এই পরিস্থিতিতে রীতিকা আর সদ্যোজাত সন্তানের থেকে সরে রোহিতকে পার্থ-এ ছুটতেই হবে।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক জানিয়েছেন, এখনই না গেলেও যত তাড়াতাড়ি সম্ভব রোহিতকে অস্ট্রেলিয়া যেতে হবে। কারণ ভারতীয় ক্রিকেট দলের আসন্ন সফরে তাঁর নেতৃত্বের দরকার। এই ব্যাপারে সৌরভ বলেন, 'আমি আশা করি রোহিত শর্মা খুব শীঘ্রই অস্ট্রেলিয়া যাবে। কারণ, দলের এখন তাদের নেতাকে দরকার। আমি জানি যে, ওর সন্তান হয়েছে। এখনও হাতে কয়েক দিন সময় আছে। তাই আমার ধারণা ও অস্ট্রেলিয়ায় যেতে পারবে। যত তাড়াতাড়ি সম্ভব ওর ওখানে যাওয়া উচিত।'
সৌরভ বলেন, '২২ তারিখ এখনও দেরি আছে। এখনও এক সপ্তাহ দেরি। এটা বড় সিরিজ। ও একজন দুর্দান্ত অধিনায়ক। ভারতের শুরু থেকেই ওর নেতৃত্ব দরকার।' রোহিতকে ভারত অধিনায়ক করার ক্ষেত্রে সৌরভ গাঙ্গুলি মুখ্য ভূমিকা পালন করেছিলেন। গাঙ্গুলি জানিয়েছেন, তিন ফরম্যাটেই ব্যাপক কাজের চাপ। সেই কারণে রোহিত প্রথমে টেস্ট দলের নেতা হতে চাননি। কিন্তু, তিনিই রোহিতকে বুঝিয়েছিলেন যে, ভারতীয় টেস্ট দলের অধিনায়কের সম্মান পাওয়াটা একটা বিরাট ব্যাপার। সেই সম্মান বজায় রেখেই রোহিতের কেরিয়ারে ইতি টানা উচিত। আর, তারপরই রোহিত নিজেকে ভারতের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
এই ব্যাপারে সৌরভ বলেন, 'হ্যাঁ, ও তো প্রথমে রাজি হচ্ছিল না। কারণ, ও অন্যান্য ফরম্যাটে অধিনায়কত্ব করছিল। অনেক কাজের চাপ ছিল। আমি ওকে বলেছিলাম, ভারতের টেস্ট অধিনায়কের ব্যাপারটাই আলাদা। টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক হয়ে কেরিয়ারে ইতি টেন। তারপর ও যা অর্জন করেছে, তাতে আমি বিস্মিত নই।'
আরও পড়ুন- উইকেট নিলেন একাই! মাঠে ফিরেই বাংলাকে ১১ রানে জিতিয়ে আবার নায়ক মহম্মদ শামি
তবে, সৌরভ একথা বললেও অস্ট্রেলিয়ায় যাওয়ার ব্যাপারে রোহিত এখনও কিছুই জানাননি। শুধু তাই নয়, বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, অস্ট্রেলিয়ায় পার্থ টেস্ট-এ রোহিতের অবর্তমানে তাঁর উত্তরসূরিও বেছে ফেলেছে বিসিসিআই। ভারতীয় দল বর্তমানে ডব্লিউএসিএ (WACA)-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্ট-এ নামার জন্য অনুশীলন চালাচ্ছে।