Advertisment

আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ চারের লক্ষ্যে নামছেন হরমনপ্রীতরা

আগামিকাল আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। আয়ারল্যান্ডকে হারাতে পারলেই সেমিফাইনালের টিকিট চলে আসবে হরমনপ্রীত-মিতালিদের হাতে।

author-image
IE Bangla Web Desk
New Update
harmanpreet-india-759

হরমনপ্রীত কউর (ফাইল চিত্র)

টি-টোয়েন্টি বিশ্বকাপে হরমনপ্রীত কউরের মেয়েরা দুরন্ত ফর্মে রয়েছেন। নিউজিল্যান্ডকে ৩৪ রানে হারিয়েই বিশ্বকাপের অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। গত সোমবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও সাত উইকেটে হারিয়ে দিয়েছে তারা। আগামিকাল আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। আয়ারল্যান্ডকে হারাতে পারলেই সেমিফাইনালের টিকিট চলে আসবে হরমনপ্রীত-মিতালিদের হাতে।

Advertisment

আয়ারল্যান্ড অন্য়দিকে প্রথম ম্য়াচে অস্ট্রেলিয়ার কাছে হারার পর, দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সামনেও মুখ থুবড়ে পড়েছিল। ভারতের বিরুদ্ধে তাদের কাজটা রীতিমতো কঠিন। যদিও তাঁদের টিমে ক্লেয়ার শিলিংটন, লরা ডেলানে ও কিম গার্থ ও ইসোবেল জোয়েসের মতো প্রতিভাবান ক্রিকেটাররা রয়েছেন। যাঁরা যে কোনওদিন ম্যাচের রঙ বদলে দিতে পারেন। ভারতকেও তাঁদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।যদিও এই ম্যাচে ভারত ফেভারিট হয়েই মাঠে নামবে। কিন্তু টি-২০ ফর্ম্যাটে অনিশ্চয়তা ফ্য়াক্টরটা থেকেই যায়।

আরও পড়ুন: ভিডিও: অসুস্থ বাচ্চা মেয়েটিকে কোলে তুলে মন ছুঁয়ে নিলেন হরমনপ্রীত

শেষ দু’ম্যাচে হরমনপ্রীত ও মিতালির সঙ্গেই নজর কেড়েছেন তরুণী জেমিমা রডরিগেজও। পাকিস্তানের বিরুদ্ধে ওপেন করতে নেমে মিতালির অর্ধ-সেঞ্চুরিই ভারতের জয়ের রাস্তা গড়ে দিয়েছিল। তিনি নিজের অভিজ্ঞতার ছাপ রেখেছিলেন মাঠে। প্রথম ম্যাচে হরমনপ্রীতের দুরন্ত সেঞ্চুরি লাইমলাইট কেড়ে নিয়েছিল। ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে তিনি আন্তর্জাতিক টি-২০ ম্য়াচে সেঞ্চুরির নজির গড়েছিলেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধেও তাঁর ব্যাটে চোখ থাকবে। স্মৃতি মন্ধনা ও বেদা কৃষ্ণমূর্তিরাও রয়েছেন এই টিমে। বোলিিং বিভাগে দায়ালান হেমালতা ও পুণম যাদব ঝলসেছেন। এই দুই অফ ও লেগ স্পিনার ভাগ করে নিয়েছেন ১০টি উইকেট। আয়ারল্যান্ডের বিরুদ্ধেও তাঁদের ধারাবাহিকতা বজায় থাকবে বলেই প্রত্যাশিত।

ভারতীয় দল: হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা, মিতালি রাজ, জেমিমা রডরিগেজ, বেদা কৃষ্ণমূর্তি, দীপ্তি শর্মা, তানিয়া ভাটিয়া, পুণম যাদব, রাধা যাদব, অনুজা পাতিল, একতা বিস্ত, দায়ালান হেমালতা, মানসী যোশী, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি

cricket BCCI
Advertisment