Advertisment

ICC Cricket World Cup 2019: জোড়া চমকেই বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের পর চতুর্থ দেশ হিসেবে বিশ্বকাপের জন্য দল বেছে নিল বাংলাদেশ। মঙ্গলবার মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে নির্বাচকরা সাংবাদিক বৈঠক করে ১৫ সদস্য়ের বিশ্বকাপ দল ঘোষণা করলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
ICC World Cup 2019: Bangladesh Announce 15-Man SquadICC World Cup 2019: Bangladesh Announce 15-Man Squad

জোড়া চমকেই বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের পর চতুর্থ দেশ হিসেবে বিশ্বকাপের জন্য দল বেছে নিল বাংলাদেশ। মঙ্গলবার মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন ও হাবিবুল বাশার সাংবাদিক বৈঠক করে ১৫ সদস্য়ের বিশ্বকাপ দল ঘোষণা করলেন। ওয়ান-ডে ক্রমতালিকায় সাত নম্বরে থাকা বাংলাদেশ আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্য ওভালে বিশ্বকাপ অভিযান শুরু করবে।

Advertisment

টাইগার্স দলে সুযোগ পেয়েছেন ফাস্টবোলার আবু জায়েদ চৌধুরি। গতমাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়েদের দুরন্ত পারফরম্যান্সই তাঁকে বিশ্বকাপের টিকিট পাইয়ে দিল। যদিও জায়েদ এখনও পর্যন্ত দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলেননে। বিশ্বকাপের হাত ধরেই তাঁর ওয়ান-ডে অভিষেক হতে চলেছে। জায়েদ এখনও পর্যন্ত পাঁচটি টেস্ট ও তিনটি টি-২০ খেলেছেন। ঝুলিতে রয়েছে ১৫টি উইকেট। ইংল্যান্ডের আবহাওয়ার কথা মাথায় রেখেই তাঁকে দলে নেওয়া হয়েছে। তাঁর হাতে রয়েছে সুইং। জায়েদ ছাড়াও এই দলে আরও একটা চমক রয়েছে। দলে প্রত্যাবর্তন করেছেন মিডল-অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দক হোসেন। যিনি শেষবার ২০১৮-র সেপ্টেম্বরে শেষবার এশিয়া কাপ খেলেছিলেন। প্রত্যাশিত মতোই মাশরাফি মোতার্জাই নেতৃত্ব দেবেন দলকে।

আরও পড়ুন:  বাংলাদেশের মাথায় হাত, বিশ্বকাপের আগে চোট পেলেন মুস্তাফিজুর

বাংলাদেশ দল: মাশরাফি মোর্তাজা, শাকিব আল হাসান (ভাইস ক্যাপ্টেন), তামিম ইকবাল, লিটন দাস, সৌম সরকার, মুশফিকুর রহিম, মহম্মদ মিঠুন, মাহমদুল্লাহ রিয়াদ, মেহদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মহম্মদ সইফুদ্দিন, সাব্বির রহমান, আবু জায়েদ চৌধুরি রাহি ও মোসাদ্দক হোসেন।

Bangladesh Cricket World Cup
Advertisment