Advertisment

শুধু টসের ওপরেই পাকিস্তানের শেষ চারের ভাগ্য নির্ভর করছে, জানেন কি?

একবার পয়েন্ট তালিকায় চোখ রাখলে দেখা যাবে, ৯ পয়েন্ট নিয়ে পাকিস্তান রয়েছে পাঁচ নম্বরে। তাঁদের সংগ্রহে চার পয়েন্ট। একে অস্ট্রেলিয়া (১৪), দুয়ে ভারত (১৩), তিনে ইংল্যান্ড (১২) ও চারে নিউজিল্য়ান্ড (১১)।

author-image
IE Bangla Web Desk
New Update
ICC World Cup 2019, Pakistan qualification scenario explained:

শুধু টসের ওপরেই পাকিস্তানের শেষ চারের ভাগ্য নির্ভর করছে, জানেন কি?

ICC World Cup 2019, Pakistan qualification scenario explained: ইংল্যান্ডের বিরুদ্ধে জিতুক নিউজিল্যান্ড। নিজেদের শেষ চারের লড়াইয়ে টিকে থাকার জন্য় পাকিস্তানি সমর্থকরা মনেপ্রাণে চেয়েছিলেন এমনটাই। কিন্তু বাস্তবে সেটা হয়নি। বুধবার চেস্টার-লি-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে কিউয়িদের ১১৯ রানে হারিয়ে অস্ট্রেলিয়া-ভারতের পর তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের নাম নথিভুক্ত করে নিয়েছে আয়োজক দেশ ইংল্যান্ড। ইংল্য়ান্ডের জয়ের সঙ্গেই পাকিস্তানের বিশ্বকাপ অভিযান প্রায় শেষ হয়ে গিয়েছে। বলতে গেলে তাদের সেমিফাইনালে ওঠা এখন অসম্ভব। যদিও খেলায় অসম্ভব বলে হয়তো কিছু নেই। কিন্তু এক্ষেত্রে সরফরাজ আহমেদদের প্রায় অসাধ্য়সাধনই করতে হবে।

Advertisment

একবার পয়েন্ট তালিকায় চোখ রাখলে দেখা যাবে, ৯ পয়েন্ট নিয়ে পাকিস্তান রয়েছে পাঁচ নম্বরে। তাঁদের সংগ্রহে চার পয়েন্ট। একে অস্ট্রেলিয়া (১৪), দুয়ে ভারত (১৩), তিনে ইংল্যান্ড (১২) ও চারে নিউজিল্য়ান্ড (১১)। শেষ চারে যাওয়ার জন্য় কিউয়দের পাকিস্তান বনাম বাংলাদেশ ম্য়াচের দিকে চোখ রাখতে হবে ঠিকই। কিন্তু তাদের সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত। কারণ রানরেটের বিচারে নিউজিল্য়ান্ড অনেকটাই এগিয়ে। তাদের নেট রানকেট ০.১৭৫। অন্য়দিকে পাকিস্তানের নেট রানরেট -০.৭৯২। আট ম্য়াচের মধ্যে তিনটি ম্য়াচেই বড় হারের ধাক্কায় রানরেটের এই অবস্থা তাদের।

আরও পড়ুন: রায়ডুর খোলা চিঠিতে বিশেষ বার্তা কোহলিকে

পাকিস্তানের কোয়ালিফাই করার সমীকরণটা একবার দেখে নেওয়া যাক:

১) পাকিস্তান যদি তাদের শেষ রাউন্ড-রবিন ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে জেতে, তাহলে তারা নিউজিল্য়ান্ডের সঙ্গে এক পয়েন্টে চলে আসবে। কিন্তু নেট রানরেটের ফারাকটাই তার অতিক্রম করতে পারবে না। ফলে শেষ চারে ওঠা হবে না।

২) পাকিস্তান যদি বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে, তাহলে  সরফরাজদের ন্যূনতম ৩০৮ রানে হারাতে হবে মাশরাফিদের। তাহলেই একমাত্র কিউয়িদের নেট রানরেট টপকে তারা চতুর্থ ও অন্তিম দল হিসেবে চলতি বিশ্বকাপের সেমিতে উঠে যাবে। পাকিস্তান যদি ৩০৮ রান করে আর বাংলাদেশ ০ রানে অলআউট হয়ে যায় তাহলেও সেমি ফাইনালে চলে যাবে পাকিস্তান। এছাড়াও আরও কয়েক'টা রাস্তা রয়েছে। পাকিস্তানকে ৩৫০ রান করে ৩১২ রানে জিতলেও হবে। ৪০০ রান করে ৩১৬ রানে জিততে হবে। ৪৫০ রান করে ৩২১ রানে জিততে হবে। পাকিস্তান যদি ৩০৮-এর কম করে তাহলে ওখানেই সব শেষ। পঞ্চাশ ওভারের ক্রিকেট ইতিহাসে কোনও দল ৩০০ রানের ব্য়বধানে কখনও জেতেনি।

pakistan Cricket World Cup
Advertisment