Advertisment

WTC point table: ড্র হলে সর্বনাশ, হারলে গল্পই শেষ! মেলবোর্ন টেস্টের ফলাফলেই নির্ভর ভারতের কপাল-ভাগ্য

Boxing Day Test: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ভাগ্য সরু সুতোর ওপর ঝুলছে। কোনওরকমে হার অথবা ড্র করলে সর্বনাশ হয়ে যাবে রোহিতদের। জিততেই হবে মেলবোর্নে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Australia

Team India: অস্ট্রেলিয়ায় অপ্রতিরোধ্য বুমরা (বিসিসিআই)

India’s ICC World Test Championship final qualification chances: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্ট হারলে বা ড্র করলে ভারত কী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল উঠতে পারবে? এনিয়ে এখন জল্পনা অব্যাহত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের যা পরিস্থিতি, তাতে ভারতের জয়ের সম্ভাবনা কম। আর, তার দৌলতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ওঠার সম্ভাবনা সরু সুতোয় ঝুলছে।

Advertisment

সিরিজের শেষ ম্যাচ সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে। মেলবোর্নে ড্রয়ের পর সিডনিতে জিতলেও ভারতের বিশেষ লাভ হওয়ার আশা কম। গত সপ্তাহে ব্রিসবেনে ড্র হওয়ার পর ভারতের ডব্লিউটিসি পয়েন্ট শতাংশ (PCT) ৫৭.২৯ থেকে কমে ৫৫.৮৮ হয়েছে। ভারতের আগে আছে অস্ট্রেলিয়া ৫৮.৮৯ শতাংশ। আর, সবার প্রথমে আছে দক্ষিণ আফ্রিকা ৬৩.৩৩। যার অর্থ, রোহিত শর্মার দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় তৃতীয় স্থানে আছে।

সেঞ্চুরিয়নে চলতি টেস্টে এই সপ্তাহে পাকিস্তানকে হারালে দক্ষিণ আফ্রিকার আগামী বছরের লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা নিশ্চিত। এখন প্রশ্ন যে, মেলবোর্ন টেস্ট হারলে বা ড্র করলে ভারত কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে?

আরও পড়ুন: ভারতীয় ড্রেসিংরুমে ওঁর ঢোকাই উচিত নয়, পন্থের ওপর এবার মেজাজ হারালেন গাভাসকার

Advertisment

দুটি ড্র থেকে ভারত পাবে আট পয়েন্ট। কিন্তু, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় অস্ট্রেলিয়া এবং ভারত আলাদা অবস্থায় আছে। এমসিজি টেস্টের পর ভারতের বাকি থাকবে আর মাত্র একটা ম্যাচ। আর, অস্ট্রেলিয়ার হাতে সিডনি ম্যাচ ছাড়াও থাকবে শ্রীলঙ্কার বিরুদ্ধে আরও দুটি ম্যাচ। ভারত এবং অস্ট্রেলিয়া, দুই দলেরই লক্ষ্য আপাতত ২২৮ পয়েন্ট। আর সেই জন্যই মেলবোর্ন এবং সিডনিতে তাদের প্রতিদ্বন্দ্বিতার গুরুত্ব বেড়ে গিয়েছে।

শেষ পর্যন্ত ডব্লিউটিসি তালিকায় যা ঘটতে পারে, সেটা হল- ভারত যদি এমসিজি (MCG) টেস্ট হেরে যায় কিন্তু সিডনিতে জিতে সিরিজ ২-২ করে, তাহলে ১২৬ পয়েন্ট এবং ৫৫.২৬ পিসিটি নিয়ে দৌড় শেষ করবে। অস্ট্রেলিয়া সেই সময় ভারতের বিরুদ্ধে ড্র করলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে পারে। ভারত যদি এমসিজিতে হেরে সিডনিতে ড্র করে, তবে সিরিজ শেষ ১-২ ফলে। সেক্ষেত্রে ভারতের পয়েন্ট হবে ১১৮। যা অস্ট্রেলিয়া সিরিজের শেষেই অতিক্রম করে যাবে।

ভারত যদি এমসিজি এবং সিডনি টেস্ট ড্র করে, তাহলে ১২২ পয়েন্ট এবং ৫৩.৫০ পিসিটি নিয়ে দৌড় শেষ করবে। ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করতে হলে অস্ট্রেলিয়াকে তখন শ্রীলঙ্কায় তাদের দুই ম্যাচে অন্তত জিততেই হবে। আর ভারত যদি এমসিজি টেস্ট ড্র করে এবং সিডনিতে জেতে, তাহলে ৫৭.০১ পিসিটি নিয়ে ১৩০ পয়েন্টে দৌড় শেষ করবে। তখন অস্ট্রেলিয়াকে ডব্লিউটিসি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে হলে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারাতেই হবে।

Team India Team-India Border-Gavaskar Trophy Team India Indian Cricket Team India Cricket Team ICC WTC
Advertisment