Sunil Gavaskar slams Rishabh Pant: বর্ডার-গাভাসকার ট্রফির ৩য় দিন নৈশপ্রহরী ঋষভ পন্থ যেভাবে উইকেট ছুড়ে দিয়ে এলেন, তাতে খেপে গেলেন কিংবদন্তি সুনীল গাভাসকারও। ওই আউট দেখে রীতিমতো ফুঁসে উঠে পন্থকে গাভাসকার বলে বসলেন, 'বোকা, বোকা, বোকা!' এতেই না থেমে গাভাসকার বলে বসলেন, 'ওঁর ভারতের ড্রেসিংরুমে ফেরাই উচিত নয়। ওঁর প্রতিপক্ষ দলের ড্রেসিংরুমে যাওয়া উচিত।'
ঋষভের আউটটা দেখে অনেকে তো বলেই বসেছেন, এটা নাকি অজিদেরকে ক্রিসমাসের উপহার! পন্থ এমনিতে সাহসী স্ট্রোক খেলেন। কিন্তু, শনিবার মেলবোর্নে যা হল- সেটাকে অন্তত সাহসী বলা যাবে না। আর, এতেই ক্ষুব্ধ ভারতের প্রাক্তন অধিনায়ক গাভাসকার।
পন্থ অবশ্য দিনটা নিজস্ব ভঙ্গিতেই শুরু করেছিলেন। কিছু আক্রমণাত্মক শট খেলেছেন। ট্র্যাক থেকে সরে চারের জন্য একটি লেংথ বল লং অন ডাউন করেছেন। কবজি নামিয়ে পুল শট মারার চেষ্টা করেছেন। এমনটা কয়েকটি স্ট্রোক ছিল। কিন্তু, এগুলোকে আলাদা করে সাহসী স্ট্রোক বলা যাবে না। ৫৬তম ওভার পর্যন্ত এমনটাই চলেছে। স্কট বোল্যান্ড বল করতে আসার পর পন্থ লেগ সাইডের স্কোয়ারের পিছনের জায়গাটিকে নিশানা করেন। তাই অফ স্টাম্পের বাইরের এক ডেলিভারিতে 'সুইপ' করেন।
আরও পড়ুন: ভয়ঙ্কর অপরাধ করেও টাকা দিয়ে রেহাই, 'ঠুঁটো" ICC-কে একহাত ভন-ওয়াহ'র
কিন্তু, টাইমিং এতটাই খারাপ ছিল যে বল ব্যাটের প্রান্তে লেগে উড়ে যায়। আর, সরাসরি নাথান লিয়নের হাতে গিয়ে পড়ে। এর আগের ডেলিভারিতে, পন্থ একইরকম শট নেওয়ার চেষ্টা করেছিলেন। সেই সময় পারেননি, বলটি তাঁর শরীরে লেগেছিল। আর, এটা দেখেই খেপে যান গাভাসকার।
কিংবদন্তি ব্যাটার বলে ওঠেন, 'আরে, আগের শটটা নিতে পারনি। দেখে নাও, কোথায় ভুল হয়েছে। সেটা না করে উইকেট ছুড়ে দিয়ে এল। স্বাভাবিক কায়দায় খেলতে গিয়ে এমনটা করে বসেছ, এটা অন্তত বলতে এস না। এটা একটা বোকার মত শট। যা দলের ক্ষতি করল। তোমাকেও পরিস্থিতিটা বুঝতে হবে। এর বদলে যেখানে ফিল্ডার কম আছে, সেখানে খেল।'
হর্ষ ভোগলে আবার এসব শুনে ফুটনোট কাটেন, 'আমার ধারণা, এনিয়ে ড্রেসিংরুমে ওঁকে কিছু বলবেও না।' তাই শুনে আরও তেতে ওঠেন গাভাসকার। তিনি বলেন, 'আরে, ওঁর তো ওই ড্রেসিংরুমে যাওয়াই উচিত না। ওঁর অন্যদলের ড্রেসিংরুমে ঢোকা উচিত।'
মার্ক হাওয়ার্ড বলেন, 'সবটাই চোখের সামনে দেখলাম।' অ্যালিসা হিলি বলেন, 'এটা একটা ঝুঁকিপূর্ণ শট খেলে আউট হওয়া।' গ্রেগ ব্লেওয়েট বলেন, 'পন্থ ওই সময় কী ভাবছিল সেটা আগে জানা দরকার। যা খুশি তাই করা যায় না।'