Advertisment

আইস বাথ, নতুন টি-শার্টেই প্রচণ্ড গরমেও 'ফাইভ'স্টার পারফরম্য়ান্স শামির

"এক কাফি নেহি হ্য়ায়, পাঁচ চাহিয়ে" (একটা যতেষ্ট নয়, তোমার পাঁচটা লাগবে!) বিশাখাপত্তনমের টেস্টের পঞ্চম দিনে মহম্মদ শামিকে এই কথাগুলো বলেছিলেন টিম ইন্ডিয়ার হেড স্য়ার রবি শাস্ত্রী ও বোলিং কোচ ভরত অরুণ।

author-image
IE Bangla Web Desk
New Update
Ice baths, fresh shirts kept Mohammad Shami going

আইস বাথ, নতুন টি-শার্টেই প্রচণ্ড গরমেও 'ফাইভ'স্টার পারফরম্য়ান্স শামির (বিসিসিআই টুইট)

"এক কাফি নেহি হ্য়ায়, পাঁচ চাহিয়ে" (একটা যতেষ্ট নয়, তোমার পাঁচটা লাগবে!) বিশাখাপত্তনমের টেস্টের পঞ্চম দিনে মহম্মদ শামিকে এই কথাগুলো বলেছিলেন টিম ইন্ডিয়ার হেড স্য়ার রবি শাস্ত্রী ও বোলিং কোচ ভরত অরুণ। শামি তখন প্রথম স্পেল শেষ করে দ্রুত ড্রেসিংরুমে ফিরেছিলেন। শামি উত্তরে বলেছিলেন "হাঁ, লে লেঙ্গে"।

Advertisment

ড্রেসিংরুমে শামির জন্য় সব কিছু তৈরি ছিল। আইস বাথের জন্য় বরফ ভর্তি বালতি, বরফ জলে চুবিয়ে শুকিয়ে নেওয়া নতুন টি-শার্ট (সারা দিনে যা চার থেকে পাঁচটা ব্য়বহার করেছে শামি)। বরফ স্নানের জন্য় গুরুত্বপূর্ণ কিছুই ছিল না সেই মুহূর্তে। দলের স্টার বোলারকে পুরোপুরি ফিট রাখার জন্য় বরফের প্রয়োজন বেশি ছিল।  শামির শরীরে অতিরিক্ত ল্য়াকটিক অ্যাসিড ক্ষরণের ফলে তিনি প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলেন। আর এই বরফে স্নানের ফলেই তাঁর শিরা-উপশিরায় রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়। শামি আরাম পান।

আরও পড়ুন: দারুণ নজির শামির, ২৩ বছর পরে নতুন কীর্তি বোলিংয়ে

Read full story in English

Advertisment