/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/baccha-4.jpg)
এত খারাপ ফিল্ডিং করলে কোনও রানই যথেষ্ট নয়: বিরাট কোহলি (ছবি-টুইটার, বিসিসিআই)
তিরুঅনন্তপুরমে দ্বিতীয় টি-২০ ম্য়াচে ভারতকে আট উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। রবিবার গ্রিনফিল্ড ইন্টারন্য়াশনাল স্টেডিয়ামে ভারতীয় দলের ফিল্ডিংয়ের হতশ্রী চেহারা ফুটে উঠেছিল। ফিল্ডিংয়ের জন্য়ই ভারতকে ম্য়াচ হাতছাড়া করতে হয়েছে বলেই মনে করছেন বিরাট কোহলি। দলের ফিল্ডিংয়ে রীতিমতো হতাশ টিম ইন্ডিয়ার ক্য়াপ্টেন।
আরও পড়ুন-সমতায় ফিরল উইন্ডিজ, আরব সাগরের তীরে সিরিজ ডিসাইডার
বিরাট ম্য়াচের পর সাংবাদিক বৈঠকে বলছেন, “প্রথম চার ওভার আমরা ভাল বল করেছি। কিন্তু এভাবে ক্য়াচ হাতছাড়া করলে, তার মাশুল দিতেই হবে। আমরা যদি এরকম খারাপ ফিল্ডিং করি, তাহলে কোনও রানই যথেষ্ট নয়। শেষ দু'টো ম্য়াচেই আমাদের ফিল্ডিং অত্য়ন্ত খারাপ ছিল। এক ওভারে দু'টো ক্য়াচ ফসকেছি। প্রত্য়েকেই দেখেছে যে, আমাদের আরও ভাল ফিল্ডিং করতে হবে।”
আরও পড়ুন-ভিডিও: রঞ্জি ম্য়াচে মাঠের মধ্য়েই ঢুকে পড়ল সাপ
পরিসংখ্য়ান বলছে যে, ভারতের প্রথম ব্য়াট করার ক্ষেত্রে টি-২০ ফর্ম্য়াটে কিছু সমস্য়া রয়েছে। এই ইস্যুতে বিরাটের সংযোজন, “নম্বর অনেক কিছু বলা আবার অনেক কিছু বলেও না। শেষ চার ওভারে ৩০ নয়, ৪০-৪৫ রান প্রত্য়াশিত। শিবমের নকটা আমাদের রানের গতিটা বাড়িয়েছিল। কিন্তু ওই যে বললাম, এরকম ফিল্ডিং করলে কোনও রানই যথেষ্ট নয়. আমরা জানতাম এটা স্পিনার সহায়ক পিচ। তাই আমরা ভেবেছিলাম শিবমকে ব্য়াটিং অর্ডারে ওপরে নিয়ে আসব। ও স্পিনারদের আক্রমণ করবে। পরিকল্পনাটা খুব ভালভাবেই কাজে লেগেছিল।”
আরও পড়ুন-দুবের ঝকঝকে ফিফটি দেখল তিরুঅনন্তপুরম
Read full story in English