IFA Shield 2025 Timing: বদলে গেল আইএফএ শিল্ডের সময়! পিছনের কারণটা জানেন?

IFA Shield 2025: ইতিমধ্যে জমে উঠেছে ২০২৫ আইএফএ শিল্ড। কলকাতার দুই শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।

IFA Shield 2025: ইতিমধ্যে জমে উঠেছে ২০২৫ আইএফএ শিল্ড। কলকাতার দুই শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।

author-image
Koushik Biswas
New Update
IFA Shield Timing

বদলে গেল আইএফএ শিল্ডে ম্য়াচ শুরুর সময়

IFA Shield 2025: ইতিমধ্যে জমে উঠেছে ২০২৫ আইএফএ শিল্ড। কলকাতার দুই শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব মোহনবাগান (Mohun Bagan Super Giant) এবং ইস্টবেঙ্গল (East Bengal FC) এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টের প্রথম ম্য়াচে শ্রীনিধি ডেকান এফসিকে ৪-০ গোলে পরাস্ত করেছিল ইস্টবেঙ্গল। অন্যদিকে, দ্বিতীয় ম্য়াচে গোকুলাম কেরালা এফসি-কে ৫-১ গোলে হারিয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই দুটো ম্য়াচই শুরু হয়েছিল দুপুর তিনটে থেকে। তবে এবার চলতি আইএফএ শিল্ড টুর্নামেন্টের সময় বদলে যাচ্ছে। 

Advertisment

Mohun Bagan News Update: দিমি-জেমিদের সঙ্গে সেলফির আবদার, থামল মোহনবাগান সমর্থকদের প্রতিবাদের ঝড়

জেনে নিন আসল কারণ

জানা গিয়েছে, দুপুর তিনটের পরিবর্তে বেলা আড়াইটে থেকে আগামী ম্যাচগুলো শুরু হবে। কিন্তু, আচমকা কেন হল সময় পরিবর্তন? আসলে, তিনটের সময় ম্য়াচ শুরু হলে তা শেষ হতে হতে প্রায় পাঁচটা বেজে যাচ্ছে। আর যেহেতু শীতকাল ইতিমধ্যে কলকাতার দরজায় কড়া নাড়তে শুরু করেছে, সেকারণে বিকেল ৫টাতেই আলো অনেকটাই কমে আসে। আর এই আলোর সমস্যার কারণেই ম্যাচ শুরুর সময় আধঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

Advertisment

East Bengal FC News: মাঠ কাঁপাল ইস্টবেঙ্গল, ডেবিউ ম্য়াচেই 'ধুঁয়াধার' জয় গুপ্তা

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, প্রায় ৪ বছর পর ফের আইএফএ শিল্ড আয়োজন করা হচ্ছে। ২০২১ সালে শেষবার এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। আবারও ২০২৫ সালে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এবারের এই প্রতিযোগিতায় মোট ৬ দল অংশগ্রহণ করেছে। নামধারী এফসি, গোকুলাম কেরালা এফসি, শ্রীনিধি ডেকান এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট, ইউনাইডেট এফসি এবং ইমামি ইস্টবেঙ্গল এফসি। যদিও সকলের নজর আপাতত মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের উপরেই রয়েছে। ১৮ অক্টোবর এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। আশা করা হচ্ছে, ফাইনাল ম্যাচে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে।

East Bengal FC Mohun Bagan Super Giant IFA Shield 2025