/indian-express-bangla/media/media_files/2025/10/09/mohun-bagan-fan-selfie-2025-10-09-20-09-12.jpg)
প্রিয় ফুটবলারদের সঙ্গে সেলফি তুলছেন মোহনবাগান সমর্থকরা
Mohun Bagan Super Giant: বৃহস্পতিবার (৯ অক্টোবর) একেবারে অচেনা একটা ছবি দেখতে পাওয়া গেল কিশোর ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। মোহনবাগান সুপার জায়ান্ট খেলতে নামছে, অথচ গোটা গ্যালারি একেবারে ফাঁকা। যদিও গুটিকতক সমর্থক মাঠে এসেছিলেন, তাঁদের হাতেও ছিল প্রতিবাদের ব্যানার এবং মুখে 'কাপুরুষ' দুয়োধ্বনি। কিন্তু, ম্য়াচ শেষ হতে না হতেই গোটা ছবিটা একেবারে বদলে গেল। প্রিয় ফুটবলারদের সমর্থনে গলা ফাটালেন মেরিনার্সরা। এমনকী, খেলা শেষ হওয়ার পর দিমিত্রি পেত্রাতোস এবং জেমি ম্য়াকলারেনের সঙ্গে হাসিমুখে সেলফিও তুললেন।
Mohun Bagan Super Giant Win News: প্রতিবাদের মঞ্চে আগুন জয় মোহনবাগানের! গোকুলামকে পরাল ৫ গোলের মালা
খেলা শেষ হতেই সেলফির হিড়িক
প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে ২০২৫ আইএফএ শিল্ড (IFA Shield 2025) অভিযান শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ ছিল গোকুলাম কেরালা এফসি। এই ম্য়াচে মেরিনার্সরা শেষপর্যন্ত ৫-১ গোলে জয়লাভ করেছে। দুটো করে গোল করেছেন জেমি ম্য়াকলারেন এবং অ্যালবার্টো রডরিগস। আর গোকুলামের ফুটবলার শিবিন একটি আত্মঘাতী গোল করেছেন। আর গোকুলামের ঝুলিতে যে একমাত্র সাফল্য এসেছে, সেটা মোহনবাগানের ফুটবলার আপুইয়ার আত্মঘাতী গোল থেকেই এসেছে। এই ম্য়াচে মোহনবাগান জিততে না জিততেই সমর্থকদের প্রতিবাদের ভাষা একেবারে মিইয়ে গেল। ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসার পথটা 'জয় মোহনবাগান' ভরে উঠল। সমর্থকরা তাঁদের প্রিয় ফুটবলারদের সঙ্গে একের পর এক সেলফি তুলতে থাকলেন। আর এই দৃশ্য দেখে বাগানের বাকি সমর্থকরা আরও তেলে-বেগুনে জ্বলে উঠেছেন।
Mohun Bagan Super Giant News: মাঠে 'ধামাকা' মোহনবাগানের, গ্যালারিতে প্রতিবাদের ঝড়
কেন এই ম্য়াচ বয়কটের ডাক?
কয়েকদিন আগে সেপাহান এফসি-র বিরুদ্ধে ইরানে খেলতে যাওয়ার কথা ছিল মোহনবাগান সুপার জায়ান্টের। কিন্তু, নিরাপত্তার কারণে বাগান ম্য়ানেজমেন্ট সিদ্ধান্ত নেয় যে তারা এই ম্যাচ খেলতে যাবে না। এরপর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ থেকে নামও বাদ পড়ে মোহনবাগানের। এমন সিদ্ধান্তের কারণেই বাগান সমর্থকদের একাংশ ক্ষোভে ফেটে পড়ে। কয়েকদিন আগে তো তারা দলের ৩ অজি তারকাকে (জেমি ম্য়াকলারেন, দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিংস) ঘিরে বিক্ষোভও দেখিয়েছিলেন।
Mohun Bagan Super Giant: 'কাপুরুষ' তকমা ঘোচাতে মরিয়া মোহনবাগান, জিততে পারবে মেরিনার্সরা?
বৃহস্পতিবার আবারও তারা মাঠে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সমর্থকদের হাতে ছিল প্রতিবাদী ব্যানার। তাতে লেখা ছিল, 'নো প্লেস ফর কাওয়ার্ডস ইন গ্রিন অ্যান্ড মেরুন।' অর্থাৎ সবুজ-মেরুন ব্রিগেডে ভিতুদের কোনও জায়গা নেই। জানা গিয়েছে, কলকাতা পুলিশ নাকি অনেকের হাত থেকেই ব্যানার কেড়ে নিয়েছে। ছিঁড়েও ফেলেছে বেশ কয়েকটা ব্যানার। সব মিলিয়ে পরিস্থিতি যে বেশ উত্তপ্ত হয়ে রয়েছে তা বলা যেতেই পারে।