Urvil Patel fastest and second fastest t20 century in SMAT: সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দুর্দান্ত রেকর্ড করলেন গুজরাটের উর্ভিল প্যাটেল। তিনি দুটি টি২০ ম্যাচে ৪০ বলের মধ্যে দুটি সেঞ্চুরি করলেন। মঙ্গলবার ইন্দোরে উত্তরাখণ্ডের বিরুদ্ধে তিনি ৩৬ বলে সেঞ্চুরি করেছেন। এর ছয় দিন আগেই ২৮ বলে টি২০ ম্যাচে সেঞ্চুরি করেছিলেন উর্ভিল। যা, ভারতীয়দের মধ্যে দ্রুততম টি২০ শতরান।
মঙ্গলবারের ম্যাচে প্রথমে ব্যাট করে উত্তরাখণ্ড ১৮৩ রান তুলেছিল। জবাবে ১৩.১ ওভারে ৮ উইকেট বাকি থাকতেই গুজরাট ওই রান তুলে নেয়। সৌজন্যে অবশ্যই উর্ভিল। তিনি এই ম্যাচে ৪১ বলে ১১৫ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে রয়েছে ৮টি চার এবং ১১টি ছয়। এক সপ্তাহের মধ্যে তাঁর এই দ্বিতীয় টি২০ সেঞ্চুরি উর্ভিলকে ৪০ বলের মধ্যে দুটি টি২০ সেঞ্চুরি রেকর্ড করা প্রথম ব্যাটারের আসনে বসাল।
গত সপ্তাহে ইন্দোরের এমেরাল্ড হাইস্কুল মাঠে ২৮ বলে শতরান করেছিলেন উর্ভিল। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ত্রিপুরা ১৫৬ রান তোলে। উর্ভিলের সৌজন্যে ওই ম্যাচে ১০.২ ওভারেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নিয়েছিল গুজরাট। ওই ম্যাচে উর্ভিল প্যাটেল ৩৫ বলে ১২টি ছয় এবং ৭টি চার-সহ ১১৩ রানে অপরাজিত ছিলেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ৩২২.৮৬। চলতি বছরের শুরুতে সাইপ্রাসের বিরুদ্ধে এস্তোনিয়ার হয়ে ২৭ বলে শতরান করেছেন এস্তোনিয়ার সাহিল চৌহান। তার ঠিক পরেই রয়েছে উর্ভিলের শতরান।
আরও পড়ুন- ধোনির আউট নিয়ে 'কুরুচিকর' পোস্ট! RCB-র তারকা ভারতীয়কে ধুয়েমুছে সাফ করল ক্রিকেট জনতা
ঠিক একবছর আগে উর্ভিল প্যাটেল অরুণাচল প্রদেশের বিরুদ্ধে এ তালিকাভুক্ত ম্যাচে মাত্র ৪১ বলে দ্বিতীয় দ্রুততম শতরান করেছিলেন। ২৬ বছর বয়সি এই তারকাকে ২০ লক্ষ টাকায় ২০২৩ আইপিএলে গুজরাট টাইটানস নিয়েছিল। পরে আইপিএল ২০২৪ নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় গুজরাট। প্যাটেলকে আইপিএল ২০২৫ মেগা নিলামের জন্য প্লেয়ার নং ২১২ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। তাঁর বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। কিন্তু, তিনি কোনও ক্রেতা পাননি।