RCB's Yash Dayal on Instagram: এমএস ধোনিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ধোনি ভক্তদের কোপের মুখে পড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার ইয়াশ দয়াল। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দয়াল একটি পোস্ট করেছেন। সেটা ভারত এবং চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। ওই পোস্টে দেখা যাচ্ছে যে দয়াল একটি উইকেট নিচ্ছেন। সেটা আইপিএলের ম্যাচ। দয়াল খেলছেন আরসিবির হয়ে। আর, ধোনি ব্যাট করছেন। ওই ম্যাচে জিতেই আরসিবি ২০২৪ আইপিএলে প্লে অফ পর্বে পৌঁছেছিল।
যে ম্যাচের ছবি দয়াল পোস্ট করেছেন, সেটা ছিল আইপিএলের মরণ-বাঁচন ম্যাচ। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ওই ম্যাচে জিততে হলে চেন্নাইয়ে শেষ ওভারে ১৭ রান করতে হত। দায়িত্ব পড়েছিল ধোনির কাঁধে। তিনি আইপিএলে কিংবদন্তি ফিনিশার হিসেবে ইতিমধ্যেই ভক্তদের কাছে বিশেষ মর্যাদা পান। ধোনি ওই ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান। দ্বিতীয় বলটা দয়াল স্লোয়ার দিয়েছিলেন। ধোনি ওই বল বাউন্ডারি মারতে চেয়েছিলেন। কিন্তু, বলটা ব্যাটে ঠিকমতো লাগেনি। সোজা চলে যায় মিড উইকেটে বাউন্ডারি লাইনে দাঁড়ানো স্বপ্নিল সিংয়ের হাতে।
Dhoni's wicket is a very big achievement for RCB.
— MAHIYANK™ (@Mahiyank_78) December 2, 2024
The Aura ♾️🥶. pic.twitter.com/fpmJFJPBpA
It's been 5 months since Dhoni single-handedly gave Yash Dayal a career just because of new ball change and caught on near boundary and he got retained instead of siraj talk about aura https://t.co/3tkg7TTOag
— ` (@santhoxsh) December 2, 2024
Yash Dayal's Instagram story, need to humble this clown next year.https://t.co/MePJ7YHEYV
— Vaibhav' (@WhyyySoMuch) December 2, 2024
Yash Dayal Instagram Story
— 𝐊𝐚𝐫𝐚𝐧𝐌𝐒𝐃𝐢𝐚𝐧™ (@91_79Wankhede_) December 2, 2024
Very immature player 🤦 pic.twitter.com/JzlFbHIS9g
Dhoni wicket is Yash Dayal's biggest achievement .
— Aashutosh Pandey (@msdainaashu) December 2, 2024
Celebrate it brother for a lifetime . You never ever get Dhoni wicket in your IPL carrier. https://t.co/pyFJrGUSi0
ধোনির ওই আউটই ম্যাচের রং বদলে দিয়েছিল। দয়াল এরপর রীতিমতো ভালো বল করে চেন্নাইকে হারিয়ে দেন। ধোনির সেই কাহিনি নিজের ইনস্টাগ্রামে আইপিএলের আগে দয়াল পোস্ট করেছেন। যা ধোনি-ভক্তরা মোটেও ভালোভাবে নেননি। তাঁরা দয়ালকে একযোগে ট্রোল করেছেন। তাঁকে অপরিণত বলেও কটাক্ষ করেছেন। যদিও ওই মুহূর্তটা দয়ালের কেরিয়ারে বড় মাত্রা যোগ করেছে। বাঁহাতি পেসারকে এবার ধরে রেখেছে আরসিবি। তাঁকে অভিজ্ঞ পেসার মহম্মদ সিরাজেরও আগে জায়গা দিয়েছে আরসিবি।
আরও পড়ুন- অবসর কোহলির সঙ্গে বিশ্বকাপজয়ী ভারতীয়র, অভিষেক হয়েছিল ধোনির 'হাতে'! চাকরি করবেন এবার SBI-তে
আসন্ন আইপিএল ২০২৫-এ ফের মুখোমুখি হতে পারেন ইয়াশ দয়াল ও মহেন্দ্র সিং ধোনি। দু'জনকেই তাঁদের দল নিলামের আগেই ধরে রেখেছিল। দয়াল খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। আর, ধোনি চেন্নাই সুপার কিংস-এর হয়ে। ইয়াশ একজন উঠতি পেসার। ভারতের হয়ে সব ফরম্যাটেই তিনি সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। এই বছর নিলামের আগে বিরাট কোহলি ও রজত পতিদারের পাশাপাশি আরসিবি যে খেলোয়াড়কে ধরে রেখেছিল, ২৬ বছরের দয়ালই হলেন সেই ক্রিকেটার।