সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ইকার ক্যাসিয়াসের। এই কিছুদিন আগেই হৃদরোগের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩৭ বছরের কিংবদন্তি স্প্যানিশ গোলকিপার। এবার তাঁর স্ত্রী সারা কার্বেনেরো একটা মন খারাপ করা খবর জানালেন।
সারা বললেন, তিনি জরায়ুর ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। ইনস্টাগ্রামে পোস্ট করে এই কথা জানিয়েছেন পেশায় টিভি সঞ্চালিকা সারা। মঙ্গলবারই এই খবর ছড়িয়ে পড়ে। ক্যাসিয়াস এবং সারার দু'টি সন্তানও রয়েছে।
আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত বিশ্বকাপ ও ইউরো জয়ী কিংবদন্তি ক্যাসিয়াস, ঘোর সমস্যায় দল
সোশাল মিডিয়ায় সারা একটি আবেগপ্রবণ পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, "একটা আঘাতের ধাক্কা সামলাতে না সামলাতেই আরেকটা ধাক্কা পেলাম। জীবন এভাবেই আমাদের চমকে দেয়। এবার আমার পালা। ছ'অক্ষরের একটা শব্দের সঙ্গে লড়াই করার কথা লিখছি। কিছুদিন আগে আমি চেকআপ করাতে গিয়েছিলাম। ডাক্তার জানিয়েছিলেন আমার জরায়ুতে একটা সংক্রামক টিউমর হয়েছে। যার জন্য অস্ত্রোপচারও করিয়েছি। সৌভাগ্যক্রমে ঠিক সময় ধরা পড়ায় সব ঠিক আছে। কিন্তু এখনও কয়েক মাস আমাকে লড়াই চালাতে হবে অনান্য চিকিৎসাও চলবে। আমি আত্মবিশ্বাসী হয়ে শান্ত রয়েছি। জানি রাস্তাটা কঠিন। কিন্তু এর একটা ভাল শেষও হবে। পরিবার বন্ধুবান্ধব আর একটা দুর্দান্ত মেডিক্যাল টিমের সমর্থন রয়েছে আমার সঙ্গে। আশা করি সব ঠিক হয়ে যাবে"