ফ্য়ানেদের চমকে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ও কিংবদন্তি ফুটবলার আইএম বিজয়ন। বুঝিয়ে দিলেন বয়স শুধুই একটা সংখ্য়া মাত্র। ৫০ বছর বয়সেও অনায়াসে 'রেনবো ফ্লিক' করে বিপক্ষের পায়ের সামনে থেকে বল চুরি করে নিতে পারেন কেরলের ত্রিশূরের বাসিন্দা।
এইআইএফসি-র (অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ফুটবল কোচেস) ডিরেক্টর দীনেশ নায়ার টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন।
আরও পড়ুন: Charity football match: কেরালার জন্য কল্যাণীতে বিজয়ন, দেবজিৎ চাইছেন মানুষের সমর্থন
ভিডিও-তে দেখা যাচ্ছে বিজয়ন অনবদ্য় একটি রেনবো ফ্লিকে তাঁর প্রাক্তন সতীর্থ ও দেশের প্রাক্তন অধিনায়ক জো পল আনচেরির পায়ের সামনে থেকে বল তুলে নেন। দীনেশ লিখেছেন আজও বিজয়ন কিংবদন্তি। এই মুহূর্তে বিশ্ব ফুটবলে এই রেনবো ফ্লিকের জন্য় বিখ্য়াত নেইমার দ্য় জুনিয়র। ব্রাজিলের সুপারস্টারের শৈল্পিক ফুটবলের অন্য়তম নিদর্শন এই ট্রিক।
কালো হরিণ বলেই পরিচিত বিজয়ন। এই মুহূর্তে তিনি জাতীয় পর্যবেক্ষকের পাশাপাশি এইআইএফসি-র অন্য়তম ডিরেক্টর। এআইএফএফ-এর তিনবারের বর্ষসেরা ফুটবলার অর্জুন পুরস্কারে ভূষিত। তিনবার দেশকে সাফ চ্য়াম্পিয়ন জিতিয়েছেন তিনি। আনচেরির সঙ্গে তাঁর যুগলবন্দি ছিল চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। তাঁরা মোহনবাগান, জেসিটি, এফসি কোচিন ও ইস্টবেঙ্গলের হয়ে ফুল ফুটিয়েছেন এক সময়।
আরও পড়ুন: IM Vijayan: সুনীলদের জন্য এবার ভারতীয় কোচই চাইছেন বিজয়ন
-->
১৯৯৭ সালে এফসি কোচিনকে কেরলের প্রথম ক্লাব হিসাবে ডুরান্ড কাপ জিতিয়ে ছিলেন তিনি। ২০০৩ সালে ফুটবলকে অবসর জানান বিজয়ন। তারপর থেকে ত্রিশূরের ট্রেনিং অ্য়াকাডেমি নিয়েই ব্য়স্ত আছেন। এফসি কোচিনের পর কেরলের দ্বিতীয় ক্লাব হিসাবে গোকুলাম কেরল এফসি ডুরান্ড জিতল দিন কয়েক আগে। বিজয়ন মনে করছেন, ফের একবার তাঁর রাজ্য়ের ফুটবলের চেহারাটা বদলে যাবে।