In India's jersey Pakistan's name is imprinted: শুরু থেকেই বিতর্কে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। আর, এবারের এই ট্রফি ঘিরে বিতর্ক যেন থামছেই না। প্রথমে বিতর্ক হয়েছিল, একসঙ্গে পাকিস্তান আর দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি চলা নিয়ে। যা নিয়ে তীব্র আপত্তি তুলেছিল পাকিস্তান। আর, এবার বিতর্কের কেন্দ্রে ভারতীয় দলের জার্সি। যাতে ছাপা রয়েছে পাকিস্তানের নাম। এই জার্সির একদিকে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো। পাশাপাশি আছে আয়োজক দেশ পাকিস্তানের নাম লেখা।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। দুই দেশের চার জায়গায় খেলা হবে। মরশুমের এই প্রথম আইসিসি টুর্নামেন্টের আগে, বিসিসিআই ভারতীয় দলের ফটোশুটের ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে যে, বিরাট কোহলি ও রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন জার্সিতে পোজ দিচ্ছেন। তবে, পরিবর্তিত জার্সিকে ঘিরে বিতর্কের মূলে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোর পাশাপাশি ডান কোণে লেখা, আয়োজক দেশ পাকিস্তানের নাম।
ভারত সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের সময় সাদা বলের টুর্নামেন্ট খেলার জন্য তৈরি নতুন জার্সি পরেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাতে আরও একটি পরিবর্তন আনা হয়েছে। ওপরের ডান কোণে আয়োজক দেশ পাকিস্তানের নাম লেখা আইসিসি টুর্নামেন্টের লোগো রয়েছে এই জার্সিতে। টুর্নামেন্টের আগে, এই খবর বেরিয়েছিল। সেই সময় বিভিন্ন মহল দাবি করেছিল যে বিসিসিআই ভারতীয় জার্সিতে পাকিস্তানের নাম লিখতে দেবে না। কিন্তু, নবনিযুক্ত বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া পরে জানিয়েছেন যে এটা আইসিসিরই নিয়ম। তাই ভারত সেটা মানতে বাধ্য। এই ব্যাপারে সংবাদমাধ্যমকে সাইকিয়া বলেছেন, 'বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফির সময় আইসিসির পোশাক-সম্পর্কিত প্রত্যেকটা নিয়ম মেনে চলবে।'
আইসিসির পোশাকবিধি কী বলে?
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি: স্ত্রীকে ছাড়া থাকতে পারছেন না ক্রিকেটাররা, শর্তসাপেক্ষে দুবাইয়ে অনুষ্কা-রীতিকারা
আইসিসির পোশাকবিধি বলে যে তাদের কোনও টু্র্নামেন্ট আয়োজিত হলে, সেখানে আয়োজক দেশের নাম লেখা থাকবে। সেটা নিরপেক্ষ বা তৃতীয় কোনও দেশে ম্যাচ হলেও। ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসিকে আগেই জানিয়ে দিয়েছে যে মোদী সরকার টিম ইন্ডিয়াকে পাকিস্তান সফরের অনুমতি দেয়নি। এই ব্যাপারটা জানানোর পর বেশ কয়েক মাস ধরেই বিসিসিআই আর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর মধ্যে চাপানউতোর চলছে। এরই মধ্যে গতবছর ইসলামাবাদে রাজনৈতিক অস্থিরতা ছড়ায়। তারপরই বিসিসিআইয়ের অনুরোধ মেনে নিয়েছে আইসিসি। কিন্তু, এরপর পিসিবি হুমকি দিয়েছে যে ভারতে এরপর থেকে আইসিসির কোনও টুর্নামেন্ট হলে তারাও এবারকার মতই নিরপেক্ষ জায়গায় খেলবে। ভারতে দল পাঠাবে না।