Champions Trophy in Dubai: ঘনিষ্ঠমহলে ক্রিকেটারদের নানা সওয়াল কানে এসেছে বিসিসিআই কর্তাদের। সেসব শুনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সদয় হল ভারতীয় ক্রিকেট বোর্ড। শর্তসাপেক্ষে ক্রিকেটারদের স্ত্রীদেরকেও ট্রফি চলাকালীন দুবাইয়ে সফর করার অনুমতি দেওয়া হল। সেখানে তাঁরা ক্রিকেটারদের সঙ্গে সফর চলাকালীন থাকতে পারবেন।
গত মাসেই বিসিসিআই স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে ক্রিকেটারদের সফরে নানা বিধিনিষেধ আরোপ করেছিল। সেই বিধিনিষেধই শর্তসাপেক্ষে শিথিল করা হল। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি শুরু হবে এবং ৯ মার্চ শেষ হবে। পাকিস্তান এই টুর্নামেন্টের আয়োজক হলেও, ভারত তাদের সমস্ত ম্যাচ দুবাইতে খেলবে।
বিসিসিআইয়ের কঠোর নিষেধাজ্ঞা
বিসিসিআই যে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল, তার একটা প্রেক্ষাপট আছে। ২০২৪-২৫ সালের বর্ডার-গাভাস্কার ট্রফি (বিজিটি)-তে অস্ট্রেলিয়ার কাছে ৩-১ ব্যবধানে ভারত শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। তারপরই আত্মসমীক্ষা করেছিল ভারতীয় বোর্ড, নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের মাথারা। সেই সমীক্ষার পরই গত মাসে বোর্ডের তরফে কঠোর নির্দেশিকা জারি করা হয়েছিল।
সেই সময় বিসিসিআই জানিয়েছিল, সফরে পুরোটা সময় পরিবারের সদস্যরা খেলোয়াড়দের সঙ্গে থাকতে পারবেন না। ৪৫ দিনের বেশি সময় ধরে চলা সিরিজেই কেবলমাত্র পরিবারের সদস্যদের দুই সপ্তাহ খেলোয়াড়দের সঙ্গে থাকতে দেওয়া হবে। ভারত যদি ৯ মার্চ ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও পৌঁছয়, তবুও টিম ইন্ডিয়া সর্বোচ্চ ২৫ দিন দুবাইতে থাকবে। কারণ, গত ১৫ ফেব্রুয়ারি দল দুবাইয়ে পৌঁছেছে। আর, সেই কারণে সময়টা যেহেতু ৪৫ দিনের কম, সেক্ষেত্রে ক্রিকেটারদের স্ত্রীদেরকে তাঁদের স্বামীদের সঙ্গে দুই সপ্তাহ থাকতে দেওয়ার প্রশ্নই নেই বলে জানিয়েছিল বোর্ড।
কিন্তু, ইংল্যান্ড সিরিজে ভারতীয় দল বেশ ভালো খেলেছে। সেকথা মাথায় রেখে এবং ক্রিকেটারদের মানসিকতা লক্ষ্য করেই মত বদলাল বিসিসিআই। সফরেও স্ত্রীদের সঙ্গে ক্রিকেটারদের শর্তসাপেক্ষে থাকার অনুমতি দেওয়া হল। এমনটাই সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতীয় টিম ম্যানেজমেন্টের একজন প্রবীণ সদস্য এই ব্যাপারে বোর্ড সচিবের সঙ্গে কথা বলেছেন। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একটি ম্যাচের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে (ইউএই) ক্রিকেটারদের স্ত্রীদেরকে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হবে।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে কবে, কোন দলের ম্যাচ, কোথায় বা খেলা হবে, জানুন বিস্তারিত
শুধু তাই নয়, খেলোয়াড়দেরকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা কোন ম্যাচে সঙ্গী বা বাবা-মা অথবা স্ত্রীকে পাশে চান। টিম ম্যানেজমেন্টকে লিখিত আকারে জানাতে হবে, কোন খেলোয়াড়দের পরিবার দুবাইয়ে যেতে চান। কোন ম্যাচে চান। লিখিত আকারে সেই তালিকা জমা দেওয়ার পরই অনুমতি দেওয়া হবে বলেই জানিয়েছে বোর্ড।
আরও পড়ুন- বদলে গেছে বাংলাদেশ! প্রথম ম্যাচেই ভারতকে বান্ডিল করতে মরিয়া টাইগাররা
ভারত তাদের সমস্ত ম্যাচ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলবে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ভারতের গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচ। এরপর ২৩ মার্চ পাকিস্তানের সঙ্গে ভারতের হাইভোল্টেজ ম্যাচ। ২ মার্চ লিগ পর্বের শেষ ম্যাচে মেন ইন ব্লু মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। যদি ভারত গ্রুপ শীর্ষে থাকতে পারে, তাহলে ৪ মার্চ প্রথম সেমিফাইনাল খেলবে। সেটাতেও টিম ইন্ডিয়া জিতলে ৯ মার্চ হতে চলা ফাইনাল ম্যাচটি লাহোরের বদলে দুবাইয়ে হবে।