In IPL 2025, Eden Garden is almost empty in KKR match: বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনস, অর্থাৎ ঘরের মাঠেই ছিল কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। এই ম্যাচে দুর্দান্ত খেলে কেকেআর হারিয়েছে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদকে। ম্যাচে কেকেআর ৮০ রানে পরাজিত করেছে সানরাইজার্সকে। ওই ম্যাচের আগে প্রতিপক্ষ দুই দলই দুটো করে ম্যাচ হেরেছিল। ফলে, বৃহস্পতিবার ইডেনের ম্যাচ ছিল কেকেআর এবং সানরাইজার্স, দুই দলের কাছেই মরণ-বাঁচন লড়াই। কিন্তু, এমন হাইভোল্টেজ ম্যাচেও দেখা গেল যে ইডেনের গ্যালারির অনেকটাই দর্শকশূন্য। ফলে প্রশ্ন উঠছে, কেকেআরের প্রতি কি তাহলে কলকাতাবাসীর আগ্রহ কমছে?
জুহি চাওলা আর শাহরুখ খানের দল। তার ওপর দলের নামের সঙ্গে কলকাতা জড়িত। শুধু তাই নয়, দলের হোম গ্রাউন্ড এরাজ্যের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট ময়দান ইডেন গার্ডেনস। ফলে, কেকেআরের খেলা থাকলেই ইডেনে ভিড় জমাতে দেরি করেনি কলকাতাবাসী। কিন্তু, সেই আবেগে যে সত্যিই ভাটা পড়েছে, তা তো সানরাইজার্সের সঙ্গেই ম্যাচেই পুরোপুরি স্পষ্ট।
আরও পড়ুন- মারাত্মক দুর্ঘটনা, শেষ হতে বসেছিল কেরিয়ার! কীভাবে কামব্যাক করলেন বৈভব?
এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। সেগুলো হল: ১) টিকিটের দাম বৃদ্ধি:- গতবার যে টিকিটের দাম ছিল দেড় হাজার টাকা, সেই দামই এবার দ্বিগুণেরও বেশি বেড়েছে। ওই টিকিটের দাম হয়েছে সাড়ে তিন হাজার টাকা। ফলে, এত বেশি দাম দিয়ে টিকিট কেটে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে চাননি অনেকেই। ২) বাংলার খেলোয়াড়ের অভাব:- কেকেআর দলের সঙ্গে কলকাতার নাম যতই জড়িয়ে থাকুক, এই দলে বর্তমানে একজনও বাঙালি খেলোয়াড় নেই। এমনকী, বাঙালি দূর, বাংলার একজনও খেলোয়াড়ও বর্তমানে কেকেআর দলে নেই। ৩) চরম গরম:- বর্তমানে পশ্চিমবঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি গরম পড়েছে। খেলা রাতে হলেও গ্যালারি উত্তপ্তই থাকবে। এই হাঁসফাঁস গরমে আর মাঠে গিয়ে খেলা দেখতে চাননি দর্শকদের অনেকেই। ৪) কেকেআরের পারফরম্যান্স:- গতবারের আইপিএল চ্য়াম্পিয়ন হলেও কেকেআর এবার প্রথম ম্যাচেই আরসিবির কাছে হেরেছে। গতদিনের ম্যাচের আগে, খেলা তিনটি ম্যাচের দুটোতেই পরাজিত হয়েছে। এবার দল গঠনের সময় গতবারের চ্যাম্পিয়ন দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে ধরে রাখেনি নাইটদের দল। তার প্রভাব দলের পারফরম্যান্সেও পড়েছে। এমনটা বুঝেও ফেলেছেন সমর্থকদের অনেকেই। আর, সেই কারণে তাঁরা বৃহস্পতিবার ইডেনমুখো হননি। ৫) টিভিতে সম্প্রচার এবং লাইভ স্ট্রিমিং:- আইপিএলের ম্য়াচগুলো টিভিতে সম্প্রচারিত হচ্ছে। তার লাইভ স্ট্রিমিং চলছে। তাই ঘরে বসেই যখন খেলার আদ্যপ্রান্ত জানা যাচ্ছে, তখন আর খেটে স্টেডিয়ামে যাওয়ার কী দরকার? এই মানসিকতা থেকেও দর্শকদের অনেকে বৃহস্পতিবার স্টেডিয়ামমুখো হননি।