/indian-express-bangla/media/media_files/2025/02/26/t3iu2YV7H37k2Gp4oZ9F.jpg)
East Bengal vs Hyderabad FC: ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি। (ছবি- ইস্টবেঙ্গল)
ISL: East Bengal vs Hyderabad FC: Yuba Bharati Krirangan: গত ছয় ম্যাচ থেকে ১০ পয়েন্ট পাওয়া ইস্টবেঙ্গল ক্লাব আজ সন্ধ্যায় যুবভারতীতে নামছে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। এই ম্যাচ জিততে পারলেই হ্যাটট্রিক করবে লাল-হলুদ শিবির। গত ম্যাচে পঞ্জাব এফসিকে হারানোর পর ২১ ম্যাচে ২৪ পয়েন্ট পাওয়া ইস্টবেঙ্গল আপাতত রয়েছে লিগ টেবিলের ৯ নম্বরে। প্রথম লিগে নিজামের শহরের দলের বিরুদ্ধে ড্র করে হ্যাটট্রিকের সুযোগ হারিয়েছিল ইস্টবেঙ্গল।
তবে, এ ম্যাচেও ইস্টবেঙ্গল জিততে পারবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। কারণ, হায়দরাবাদ এফসি কোনও সহজ প্রতিপক্ষ নয়। গত সপ্তাহেই তারা মুম্বই সিটি এফসিকে গোল করতে দেয়নি। মুম্বই অবশ্য চেষ্টার কসুর করেনি। আটটি শটই গোলমুখে মেরেছিল। কিন্তু, একটিতেও গোল হয়নি। অতীতে হায়দরাবাদের বিরুদ্ধে একইরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে ইস্টবেঙ্গলও। ফলে, এই ম্যাচে যে লাল-হলুদ শিবির বেশ চাপে, তা নিয়ে সন্দেহ নেই।
কেন চিন্তায় কোচ
তার ওপর পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে দলের নির্ভরযোগ্য উইঙ্গার পিভি বিষ্ণু চোট পেয়েছেন। যা কোচ অস্কার ব্রুঁজোকে আরও চিন্তায় ফেলেছে। তবে, পঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে ৩-১ গোলে জয় কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরিয়েছে লাল-হলুদ তাঁবুতে। তবে, আইএসএলের সেরা ছয়ে ওঠার সুযোগ আগেই হারিয়েছে লাল হলুদ শিবির।
কোন ছকে প্রথম ছয়ে
আজকের ম্যাচ নিয়ে তাদের হাতে তিনটি ম্যাচ রয়েছে। সেখানে তিনটি ম্যাচেই জিতলে তারা পাবে ৯ পয়েন্ট। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াব ৩৩। সামনে আছে তালিকার ৭ নম্বরে থাকা ওড়িশা এবং ৬ নম্বরে থাকা মুম্বই। তার মধ্যে ওড়িশার পয়েন্ট আপাতত ২৯। আর, মুম্বইয়ের এখনই ৩২। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলকে তিনটি ম্যাচ জিততে হবে। ওড়িশা আর মুম্বইকে আসন্ন তিনটি ম্যাচ হারতে হবে। তবেই কেবলমাত্র ইস্টবেঙ্গলের লিগের প্রথম ছয়ে যাওয়ার সুযোগ থাকবে। যা কার্যত অসম্ভব।
আরও পড়ুন- কোন ফরমুলায় ভারতসেরা হল মোহনবাগান? দলের পরবর্তী লক্ষ্যই বা কী, জেনে নিন বিস্তারিত
যে ম্যাচগুলো বাকি
আর, এই কারণেই আইএসএলের এই বাকি তিনটি ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে কার্যত এএফসি কাপের প্রস্তুতি ম্যাচ। কোচ এবং কর্মকর্তা থেকে ফুটবলাররাও কার্যত সেটা বুঝে গিয়েছেন। তার পরও ম্যাচগুলোয় ঢিলে দিতে নারাজ তাঁদের কেউই। লক্ষ্য, এএফসি কাপের আগে নিজেদেরকে চাঙ্গা রাখা। আজকের ম্যাচ বাদ দিলে রবিবার সন্ধ্যায় ইস্টবেঙ্গল খেলবে বেঙ্গালুরু ফুটবল ক্লাবের বিরুদ্ধে। তার পরের শনিবার খেলবে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। তাহলেই এবারের আইএসএলে তাদের যাত্রা সম্পূর্ণ হবে।