/indian-express-bangla/media/media_files/2024/10/31/GB8PENwCG2w01ZEWLuoi.jpg)
Ruturaj Gaikwad-Nathan McSweeney: টস-এর সময় অস্ট্রেলিয়া এ দলের অধিনায়ক নাথান ম্যাকসুইনির সঙ্গে ভারত এ দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (বাঁয়ে)। (ছবি- ক্রিকেট অস্ট্রেলিয়া)
IND A vs AUS A 1st unofficial test: অস্ট্রেলিয়া সফরে অস্ট্রেলীয় এ দলের বিরুদ্ধে ১০৭ রানেই অলআউট হয়ে গেল অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারতীয় এ দল। ভারত 'এ'-এর হয়ে সর্বোচ্চ রান করেন দেবদত্ত পারিক্কল। টস জিতে অস্ট্রেলিয়া 'এ' দলের অধিনায়ক নাথান ম্যাকসুইনি বোলিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু, অস্ট্রেলিয়ার বোলারদের সামনে ভারতীয় ব্যাটাররা বেশিক্ষণ টিকতে পারেননি। শূন্য রানে আউট হয়ে যান প্রথম তিন ভারতীয় ব্যাটার। যার মধ্যে ছিলেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় নিজেও।
কুইন্সল্যান্ডের ম্যাকেতে গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় এই ম্যাচে ভারতীয় ইনিংসে ধস নামিয়ে দেন অস্ট্রেলিয়ার পেসাররা। তাঁদের সামনে টিকতে পেরেছেন কেবল দেবদত্ত পারিক্কল। তিনি করেন সর্বোচ্চ ৩৬ রান। এছাড়াও চেষ্টা করেছেন নবদীপ সাইনিও। তিনি করেন ২৩ রান। সাই সুদর্শন করেছেন ২১ রান। এই তিন জন ছাড়া বাকি ভারতীয় ব্যাটারদের রান ছিল দুই অঙ্কের নীচে।
Castled!! Brendan Doggett has a career-best SIX wickets 🔥 #AUSAvINDApic.twitter.com/SJaozmlZt7
— cricket.com.au (@cricketcomau) October 31, 2024
অভিমন্যু ইশ্বরন, তাঁর শততম প্রথম শ্রেণির এই ম্যাচে করেন মাত্র সাত রান। অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির এটাই প্রথম অস্ট্রেলিয়া সফর। তিনি বিনা রানেই ফিরে যান। অভিজ্ঞ খেলোয়াড় বাবা ইন্দ্রজিৎ ৪৬ বল খেলে মাত্র ৯ রান করেন। ভারত এ লাইনআপে বহু বিতর্কের পর ফিরে আসা ঈশান কিষাণ করেন মাত্র চার রান।
Mukesh gets Konstas in the first over! #AUSAvINDApic.twitter.com/8E61yX0zTM
— cricket.com.au (@cricketcomau) October 31, 2024
অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক জশ ফিলিপ পাঁচ উইকেট নেন। ক্রিজে ভারতীয় ব্যাটারদের যাতায়াত যেন লেগেই ছিল। বেশিরভাগই আউট হয়েছেন ওভারের চতুর্থ অথবা পঞ্চম বলে। হয় উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়েছেন। নতুবা স্লিপে ক্যাচ দিয়ে ফিরে গিয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে ৩০ বছর বয়সি ব্রেন্ডন ডগেট ২৩ রানে ছয় উইকেট নিয়েছেন। জর্ডান বাকিংহাম ১৮ রানে ২ উইকেট নিয়েছেন। ফার্গাস ও'নিল নিয়েছেন ২৯ রানে এক উইকেট। অফ-স্পিনার টড মারফি ২৬ রানে নিয়েছেন এক উইকেট।
জবাবে অস্ট্রেলিয়া এ প্রথম ওভারে মুকেশ কুমারের বলে স্যাম কনস্টাসকে হারায়। ভারতের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ডেভিড ওয়ার্নারের সম্ভাব্য বদলি হিসেবে কনস্টাসকে নেওয়া হয়েছে। আরেক টেস্ট প্রত্যাশী ক্যামেরন ব্যানক্রফটকে শূন্য রানে ফিরিয়ে দেন প্রসিধ কৃষ্ণ।