Advertisment

IND A vs AUS A: অস্ট্রেলিয়ায় ১০৬ রানেই অলআউট নীতিশ-রুতুরাজরা! রোহিতরা যাওয়ার আগেই অশনি সঙ্কেত টিম ইন্ডিয়ার

India A vs Australia A: অস্ট্রেলিয়ায় গিয়ে ভারত মাত্র ১০৬ রানে অলআউট হয়ে গেল। শোচনীয় পারফরম্যান্স ব্যাটারদের। মুষড়ে পড়লেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Ruturaj Gaikwad, Nathan McSweeney, রুতুরাজ গায়কোয়াড়, নাথান ম্যাকসুইনি,

Ruturaj Gaikwad-Nathan McSweeney: টস-এর সময় অস্ট্রেলিয়া এ দলের অধিনায়ক নাথান ম্যাকসুইনির সঙ্গে ভারত এ দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (বাঁয়ে)। (ছবি- ক্রিকেট অস্ট্রেলিয়া)

IND A vs AUS A 1st unofficial test: অস্ট্রেলিয়া সফরে অস্ট্রেলীয় এ দলের বিরুদ্ধে ১০৭ রানেই অলআউট হয়ে গেল অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারতীয় এ দল। ভারত 'এ'-এর হয়ে সর্বোচ্চ রান করেন দেবদত্ত পারিক্কল। টস জিতে অস্ট্রেলিয়া 'এ' দলের অধিনায়ক নাথান ম্যাকসুইনি বোলিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু, অস্ট্রেলিয়ার বোলারদের সামনে ভারতীয় ব্যাটাররা বেশিক্ষণ টিকতে পারেননি। শূন্য রানে আউট হয়ে যান প্রথম তিন ভারতীয় ব্যাটার। যার মধ্যে ছিলেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় নিজেও।

Advertisment

কুইন্সল্যান্ডের ম্যাকেতে গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় এই ম্যাচে ভারতীয় ইনিংসে ধস নামিয়ে দেন অস্ট্রেলিয়ার পেসাররা। তাঁদের সামনে টিকতে পেরেছেন কেবল দেবদত্ত পারিক্কল। তিনি করেন সর্বোচ্চ ৩৬ রান। এছাড়াও চেষ্টা করেছেন নবদীপ সাইনিও। তিনি করেন ২৩ রান। সাই সুদর্শন করেছেন ২১ রান। এই তিন জন ছাড়া বাকি ভারতীয় ব্যাটারদের রান ছিল দুই অঙ্কের নীচে। 

অভিমন্যু ইশ্বরন, তাঁর শততম প্রথম শ্রেণির এই ম্যাচে করেন মাত্র সাত রান। অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির এটাই প্রথম অস্ট্রেলিয়া সফর। তিনি বিনা রানেই ফিরে যান। অভিজ্ঞ খেলোয়াড় বাবা ইন্দ্রজিৎ ৪৬ বল খেলে মাত্র ৯ রান করেন। ভারত এ লাইনআপে বহু বিতর্কের পর ফিরে আসা ঈশান কিষাণ করেন মাত্র চার রান।

অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক জশ ফিলিপ পাঁচ উইকেট নেন। ক্রিজে ভারতীয় ব্যাটারদের যাতায়াত যেন লেগেই ছিল। বেশিরভাগই আউট হয়েছেন ওভারের চতুর্থ অথবা পঞ্চম বলে। হয় উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়েছেন। নতুবা স্লিপে ক্যাচ দিয়ে ফিরে গিয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে ৩০ বছর বয়সি ব্রেন্ডন ডগেট ২৩ রানে ছয় উইকেট নিয়েছেন। জর্ডান বাকিংহাম ১৮ রানে ২ উইকেট নিয়েছেন। ফার্গাস ও'নিল নিয়েছেন ২৯ রানে এক উইকেট। অফ-স্পিনার টড মারফি ২৬ রানে নিয়েছেন এক উইকেট। 

আরও পড়ুন- ভারতের সঙ্গে ক্রিকেট খেলে আমাদের সংসার চলে! BCCI-এর প্রতি কৃতজ্ঞতায় নুইয়ে পড়লেন ক্যারিবিয়ান সুপারস্টার

জবাবে অস্ট্রেলিয়া এ প্রথম ওভারে মুকেশ কুমারের বলে স্যাম কনস্টাসকে হারায়। ভারতের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ডেভিড ওয়ার্নারের সম্ভাব্য বদলি হিসেবে কনস্টাসকে নেওয়া হয়েছে। আরেক টেস্ট প্রত্যাশী ক্যামেরন ব্যানক্রফটকে শূন্য রানে ফিরিয়ে দেন প্রসিধ কৃষ্ণ।

cricket Cricket Australia Cricket News Indian Cricket Team Indian Team Australia Cricket Team India Cricket Team Team-India Team India Team India
Advertisment