Jason Holder on West Indies Cricket: বোমা ফাটালেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার। তিনি জানিয়েছেন, ইংল্যান্ড এবং ভারতের মধ্যে সিরিজের ওপর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের আয় অনেকখানি নির্ভর করে। বৃহস্পতিবার থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর করছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড দীর্ঘদিন ধরেই আর্থিক সমস্যায় জর্জরিত। তার প্রেক্ষিতে হোল্ডার জানিয়েছেন, ইংল্যান্ড এবং ভারতের বিরুদ্ধে সিরিজ থেকেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের আয়ের সিংহভাগ আসে। আর, সেই অর্থই ওয়েস্ট ইন্ডিজকে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে টিকে থাকতে সহায়তা করে।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় হোল্ডার বলেন, 'আমরা ইংল্যান্ড এবং ভারতের মধ্যে সিরিজের ওপর অনেকখানি নির্ভর করি। আমাদের আয় এই দুই দলের থেকে আসে। যে কোনও বছরে ওটাই আমাদের সবচেয়ে বড় সিরিজ। আর, সেই সিরিজ ক্রিকেট ভক্তদের ক্যারিবিয়ানে নিয়ে আসে। এক মজার পরিবেশ তৈরি করে। গত তিন বছর ধরে ইংরেজরা এখানে একটানা আসছে। তাতে শুধুমাত্র ক্যারিবিয়ানের অর্থনীতিই চাঙ্গা হচ্ছে না, ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকাও বিরাট সাহায্য পাচ্ছে।'
কীভাবে সেই সাহায্য পাচ্ছে, তা ব্যাখ্যা করে হোল্ডার বলেন, 'স্টেডিয়ামগুলোয় ক্রিকেট ভক্তদের ভিড় থাকে। ওয়েস্ট ইন্ডিয়ান নাগরিক এবং ইংরেজদের মধ্যে একটা বেশ ভালো আড্ডা হয়। তাই আমরা কৃতজ্ঞ যে বেশ কয়েক বছর ধরেই তাঁদেরকে পরপর পাচ্ছি। এটা যাতে আরও দীর্ঘায়িত হয়, সেই আশাই রাখি।'
এই পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অগ্রগতি নিয়ে মুখ খুলেছেন সেখানকার প্রাক্তন সিইও জনি গ্রেভ। তিনি বলেছেন, 'ওয়েস্ট ইন্ডিজের সমস্ত ক্রিকেট সংস্থাকে একজোট হয়ে কাজ করতে হবে। শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে দেখতে চাইলে তেমনটাই করা উচিত। আইসিসি এখন আমাদের আরও বেশি অর্থ দিচ্ছে। কিন্তু, আমাদের রাজস্ব ৭ থেকে ৫ শতাংশে নেমে এসেছে। আমাদের মাঠে সেরাটা দিতে হবে। আর, একজোট হয়ে কাজ করতে হবে। সবাইকে নিজের কাজের ব্যাপারে সতর্ক থাকতে হবে।'
আরও পড়ুন- কোটি কোটি টাকার চিটিং কেস! গম্ভীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, কড়া ব্যবস্থা নিচ্ছে দিল্লি কোর্ট
গ্রেভ বলেন, 'অনেকের ধারণা, ওয়েস্ট ইন্ডিজের আর কোনও উন্নতি হবে না। এটা একটা ভুল ধারণা। বিশ্ব ক্রিকেট যা করার করেছে। এবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দুনিয়াকে একজোট হয়ে চেষ্টা চালাতে হবে। তাতেই প্রতিটি স্তরে অগ্রগতি ঘটানো সম্ভব।'