Advertisment

Dinesh Karthik: টিম ইন্ডিয়ার রত্ন এবার ইংল্যান্ডের কোচ! ভারতকে হারানোর ছক কষবেন ইংরেজদের সঙ্গেই

Dinesh Karthik, India vs England: গত সপ্তাহে বিসিসিআইয়ের তরফে ভারতীয় এ দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল অভিমন্যু ঈশ্বরণকে অধিনায়ক করে। এবার সেই ভারতীয় দলের দুর্বলতা জানিয়ে দেবেন দীনেশ কার্তিক (Dinesh Karthik), বিপক্ষ শিবিরকে। অবসরের আগেই একাধারে কোচিং এবং কমেন্ট্রি করার নজির, ভারতীয় ক্রিকেটে বিরল। দীনেশ কার্তিক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
England Cricket Team, Indian Cricket Team, India A vs England A

IND vs ENG: নতুন বছরে ভারত সফরে এসেছে ইংল্যান্ড দল (টুইটার)

England tour to India 2024: ইংল্যান্ড লায়ন্স দল ভারত সফরে এসেছে। ভারতীয়-এ দলের বিরুদ্ধে সিরিজ খেলবে। আসন্ন এই সিরিজের জন্যই এবার দীনেশ কার্তিককে (Dinesh Karthik) ইসিবির (ECB) তরফে কোচিং স্টাফের অংশ করে নেওয়া হল। ইংল্যান্ড লায়ন্স (England Lions) দলের ব্যাটিং পরামর্শ দাতা হবেন তিনি।

Advertisment

ইংল্যান্ড লায়ন্স দলের পারফরম্যান্স ম্যানেজার মো বোবাত জানিয়েছেন, "প্ৰথম টেস্টের আগে প্রস্তুতিকালীন সময়ের জন্য দীনেশ কার্তিককে পেয়ে ভালো লাগছে আমাদের। আমি নিশ্চিত ছেলেরা দিনেশের সঙ্গে সময় কাটাতে পছন্দ করবে। ভারতে টেস্টে সফল হওয়ার জন্য কী জরুরি সেই বিষয়ে ওঁর অভিজ্ঞতা আমাদের জন্য সহায়ক হবে।"

ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেননি কার্তিক। চুটিয়ে খেলেন আইপিএলে। এর মধ্যেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কাই স্পোর্টস-এ ধারাভাষ্যকারদের প্যানেলে ছিলেন। এসেজেও কমেন্ট্রি করেছেন। স্বল্পকালীন মেয়াদে ইংল্যান্ডের অনভিজ্ঞ ক্রিকেটারদের দায়িত্ব নিচ্ছেন তিনি। ১৮ জানুয়ারি দীনেশ কার্তিক সরে আসার পর ব্যাটিং পরামর্শদাতা হিসাবে ইংল্যান্ড শিবিরে যোগ দেবেন ইয়ান বেল। এছাড়াও ইংল্যান্ডের কোচিং স্টাফে থাকছেন ২০১২-য় ভারতে এসে ধোনি এন্ড কোংকে হারানোর অন্যতম নায়ক গ্রেম সোয়ান। গোটা সিরিজেই দুজনে থাকবেন।

মো বোবাত জানিয়েছেন, "ইয়ান বেল, গ্রেম সোয়ান দলের অনেককেই চেনেন। বিগত কয়েক বছর দুজনেই কোচিং স্টাফে ছিলেন। কোচ-মেন্টর হিসাবে দুজনের অভিজ্ঞতাই কাজে আসবে আমাদের। গত সপ্তাহে বিসিসিআইয়ের তরফে ভারতীয় এ দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল অভিমন্যু ঈশ্বরণকে অধিনায়ক করে।

আরও পড়ুন- বেয়াদপির কারণেই কি টিম ইন্ডিয়ায় বাদ জোড়া সুপারস্টার! মুখ খুলতে বাধ্য হলেন এবার দ্রাবিড়

ডিসেম্বরের শুরুতে ইংল্যান্ড লায়ন্স ভারত সফরের জন্য স্কোয়াড জানিয়ে দিয়েছিল ইসিবি। ল্যাংকশায়ার তারকা জস বোহানন ইংল্যান্ড দলটির অধিনায়কত্ব করবেন। ইংল্যান্ড দলে থাকবেন সিনিয়র তারকা অলি রবিনসন। যিনি ইংল্যান্ড সিনিয়র দলের হয়ে ভারতের বিপক্ষে ২৫ জানুয়ারি হায়দরাবাদে প্ৰথম টেস্টেও খেলবেন।

আরও পড়ুন- এরপর ১টাও টি২০ খেলেননি কোহলি-রোহিত! আসল কারণ জানাজানি হতেই উঠল ঝড়

এই ট্যুর শুরু হবে জানুয়ারির ১২ তারিখে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্রাউন্ড-বিতে দুদিনের ওয়ার্ম আপ ম্যাচের মাধ্যমে। চার দিনের ম্যাচের শুরু হবে ১৭ জানুয়ারি, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এরপরেই সিনিয়র দল প্ৰথম টেস্টে নামবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে।

ভারত এ দলের টেস্ট স্কোয়াড:

অভিমন্যু ঈশ্বরণ, সাই সুদর্শন, রজত পতিদার, সরফরাজ খান, প্রদোষ রঞ্জন পাল, কেএস ভরত, মানব সুতর, পুলকিত নারং, নভদীপ সাইনি, তুষার দেশপান্ডে, বিদ্বাত কাভেরাপ্পা, ধ্রুব জুড়েল, আকাশ দীপ

Indian Team England Dinesh Karthik England Cricket Team Indian Cricket Team
Advertisment