India vs England, 1st ODI: গিলের পরিশীলিত ব্যাটিং, ৬৮ বল বাকি থাকতেই ম্যাচ রোহিতদের পকেটে

India vs England 1st ODI in Nagpur: টস জিতে ব্যাটিং নিয়েছিলেন জস বাটলার। ইংল্যান্ড ৪৭.৪ ওভারে ১০ উইকেটে ২৪৮ রান। ভারত ৩৮.৪ ওভারে ৬ উইকেটে ২৫১।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Indian Cricket Team, ভারতীয় ক্রিকেট দল

Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দল। (ছবি- টুইটার)

India vs England 1st ODI in Nagpur: বৃহস্পতিবার নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত ৪ উইকেটে ৬৮ বল বাকি থাকতেই ইংল্যান্ডকে হারিয়ে দিল। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। হাঁটুর চোটের জন্য বিরাট কোহলি এই ম্যাচ খেলেননি। অর্শদীপ সিংয়ের জায়গায় দলে ঢোকেন হর্ষিত রানা। ইংল্যান্ড ৪৭.৪ ওভারে ১০ উইকেটে ২৪৮ রান তোলে। জবাবে ভারত ৩৮.৪ ওভারে ৬ উইকেটে তোলে ২৫১ রান।

Advertisment

শুরু থেকে বেশ দাপিয়ে খেলছিল ইংল্যান্ড। কিন্তু ফিল সল্টকে রান আউট করে দেন শ্রেয়স আইয়ার। সল্ট ২৬ বলে ৫টি চার এবং ৩টি ছয়-সহ ৪৩ রান করে বিদায় নেন ইংল্যান্ডের ৭৫ রানের মাথায়। হর্ষিত রানার বলে জশস্বী জয়সওয়ালের হাতে ধরা পড়েন বেন ডাকেট। তিনি ২৯ বলে ৬টি চার-সহ ৩২ রান করে ইংল্যান্ডের ৭৭ রানের মাথায় বিদায় নেন। এরপর হ্যারি ব্রুক ৩ বল খেলে বিনা রানে রানার বলেই কেএল রাহুলের হাতে ধরা পড়েন। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন জো রুট। তিনি ৩১ বলে ১টি চার-সহ ১৯ রান করেন। ইংল্যান্ডের  অধিনায়ক জস বাটলার ৬৭ বলে ৪টি চারের সাহায্যে ৫২ রান করে অক্ষর প্যাটেলের বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন। ১০ বলে ৫ রান করে হর্ষিত রানার বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েন লিয়াম লিভিংস্টোন। মহম্মদ শামির বলে বোল্ড হন ব্রাইডন কার্স। তিনি ১৮ বলে ১টি চার-সহ ১০ রান করেন। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন জ্যাকব বেথেল। তিনি ৬৪ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ৫১ রান করেন। রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন আদিল রশিদ। তিনি ১৬ বলে ৮ রান করেন। কুলদীপ যাদবের বলে সাকিব মাহমুদকে স্ট্যাম্পড করেন কেএল রাহুল। সাকিবের তখন ৪ বলে ২ রান। এর দৌলতে ইংল্যান্ড ৪৭.৪ ওভারে ১০ উইকেটে তোলে ২৪৮ রান।

ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য ২৪৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে শুরুতে বেশ বিপাকে পড়ে টিম ইন্ডিয়া। জোফ্রা আর্চারের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন যশস্বী জয়সওয়াল। তিনি ২২ বলে ৩টি চার-সহ ১৫ রান করেছেন। সাকিব মাহমুদের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৭ বলে ২ রান করে বিদায় নেন। এরপর দলের হাল ধরেন শুভমান গিল ও শ্রেয়স আইয়ার। শ্রেয়স আইয়ার জ্যাকব বেথেলের বলে এলবিডব্লিউ হন। তিনি ৩৬ বলে ৯টি চার এবং ২টি ছয়-সহ ৫৯ রান করেন। তিনি আউট হতেই নামা অক্ষর প্যাটেল ৪৭ বলে ৬টি চার এবং ১টি ছয়-সহ ৫২ রান করেন। আদিল রশিদের বলে প্যাটেল বোল্ড হন। কেএল রাহুল আদিল রশিদের বলে তাঁরই হাতে ধরা পড়েন। ফিরে যাওয়ার আগে ৯ বলে ২ রান করেছিলেন রাহুল। ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আউট হন দলের সহ-অধিনায়ক শুভমান গিল। তিনি সাকিব মাহমুদের বলে জস বাটলারের হাতে ধরা পড়েন। ৯৬ বলে ১৪টি চারের সাহায্যে ৮৭ রান করেন শুভমান। হার্দিক পান্ডিয়া ৬ বলে ১টি ছয়-সহ ৯ রান করে ও রবীন্দ্র জাদেজা ১০ বলে ২টি চার-সহ ১২ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ভারত ৪ উইকেটে ৬৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়।      

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৮ বল বাকি থাকতে ৪ উইকেটে জয়ী ভারত

Advertisment

 ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, শুভমান গিল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ শামি।

ইংল্যান্ড একাদশ: বেন ডাকেট, ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ।

cricket ODI Cricket News Indian Cricket Team England Cricket Team Team-India Team India