অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হয়ে যাচ্ছে মঙ্গলবারেই। মুম্বইতে দু-দল পরস্পরের মুখোমুখি হচ্ছে। শেষবার ভারত সফরে এসে অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল। তা-ও আবার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ছাড়া। এবার গতবারের সিরিজের বদলার লড়াই কোহলির সামনে। এবার অবশ্য অস্ট্রেলিয়া পূর্ণশক্তির দল নিয়েই ভারতের মোকাবিলা করতে এসেছে। থাকছেন না কেবল গ্লেন ম্যাক্সওয়েল। যিদি মানসিক অবসাদের কারণে বিরতি নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এবার অস্ট্রেলিয়ার চমক হতে পারেন লাবুশানে। যিনি ব্যাট হাতে তুখোড় ফর্ম রয়েছেন। টেস্টে দুরন্ত ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে লাবুশানেকে অন্তর্ভূক্ত করে নেওয়া হয়েছে ওয়ান স্কোয়াডেও। টেস্টের দুরন্ত ফর্ম লাবুশানে ওয়ানডেতেও ধরে রাখতে পারেন কিনা, সেটাও আপাতত দেখার।
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচ কবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচটি ১৪ জানুয়ারি, মঙ্গলবার।
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচ কোথায় হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচ কখন শুরু হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচটি ভারতীয় সময় দুপুর ১.৩০ থেকে শুরু। টস হবে সন্ধে সাড়ে ১টার সময়।
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচ কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচ স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডিতে দেখা যাবে।
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
হটস্টার ডট কমে, হটস্টার অ্যাপ এবং জিও টিভিতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে।
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচ অনলাইনে কোথায় দেখা যাবে?
ম্যাচের লাইভ আপডেট পেতে নজর রাখুন https://indianexpress.com/sports/
Read the full article in ENGLISH