Advertisment

Rohit Sharma: ক্যাপ্টেন হয়েছেন, দলের সকলের নাম-ই মনে নেই! মোহালিতে ফের অপদস্থ 'ভুলোমনা' রোহিত, দেখুন ভিডিও

Kuldeep Yadav: সেই সময় রোহিতকে বলতে শোনা যায়, 'আরও একজন খেলছেন না। আরও একজন।' কিছুতেই মনে করতে না-পেরে কার্তিককে এরপর রোহিত বলে বসেন, 'আমি সেটা একটু পরে জানাচ্ছি।' শেষ পর্যন্ত মুরলী কার্তিকই টিম ইন্ডিয়ার অধিনায়ককে কুলদীপ যাদবের নাম মনে করিয়ে দেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, Kuldeep Yadav, Team India, india vs afghanistan, ind vs afg

India vs afghanistan: টসের সময়েই বিভ্রান্তিতে রোহিত (টুইটার)

India vs Afghanistan 1st t20: এক হাস্যকর ঘটনার সাক্ষী থাকল বৃহস্পতিবার মোহালির পিসিএ স্টেডিয়াম। আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে টস করতে নেমে দলীয় সতীর্থের নামই ভুলে গেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ভাইরাল হয়েছে সেই ভিডিও।

Advertisment

এই ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। টস চলাকালীন উপস্থাপক মুরলী কার্তিক রোহিতের কাছে জানতে চান প্রথম একাদশে কোন খেলোয়াড়দের রাখা হয়নি। জবাবে রোহিত জানান, সঞ্জু স্যামসন, আবেশ খান এবং আহত যশস্বী জয়সওয়াল। অন্যতম সতীর্থ কুলদীপ যাদবের নাম উল্লেখ করতেই ভুলে যান ভারত অধিনায়ক। সেই সময় রোহিতকে বলতে শোনা যায়, 'আরও একজন খেলছেন না। আরও একজন।' কিছুতেই মনে করতে না-পেরে কার্তিককে এরপর রোহিত বলে বসেন, 'আমি সেটা একটু পরে জানাচ্ছি।' শেষ পর্যন্ত মুরলী কার্তিকই টিম ইন্ডিয়ার অধিনায়ককে কুলদীপ যাদবের নাম মনে করিয়ে দেন।

আরও পড়ুন- পন্থ একপায়ে খেললেও বিশ্বকাপে নেওয়া হোক! ঈশান-রাহুলে অনাস্থা জানিয়ে বিস্ফোরক সানি

ভারত-আফগানিস্তান প্রথম টি২০ ম্যাচে রোহিতের সঙ্গে ওপেন করার কথা ছিল যশস্বী জয়সওয়ালের। কিন্তু, ম্যাচের দিন কুঁচকির চোটের সমস্যা বেড়ে যাওয়ায় যশস্বী খেলতে পারেননি। সেটা বিসিসিআই পরে অফিসিয়ালি জানিয়েও দিয়েছে। এর আগে রাহুল দ্রাবিড় সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, যশস্বী জয়সওয়ালই রোহিত শর্মার সঙ্গে টিম ইন্ডিয়ার হয়ে সিরিজের প্রথম ম্যাচে ওপেন করবেন। কিন্তু, যশস্বী শেষ পর্যন্ত খেলতে না-পারায় টিম ম্যানেজমেন্ট শুভমন গিলকে রোহিতের সঙ্গে ওপেন করার দায়িত্ব দেয়।

আরও পড়ুন- গিলের দোষেই আউট রোহিত! মাঠেই শুভমানের ওপর চড়াও টিম ইন্ডিয়া ক্যাপ্টেন, দেখুন বিস্ফোরক ভিডিও

তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ বিরাট কোহলিও খেলতে পারেননি। কোচ দ্রাবিড় আগেই জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণে কোহলি প্রথম টি২০ ম্যাচে থাকছেন না। ইন্দোর আর বেঙ্গালুরুর পরের দুটো ম্যাচে তিনি খেলবেন।

আরও পড়ুন- আর আদেশ মানা নয়, জয় শাহের বোর্ডের সঙ্গে বিদ্রোহের পথেই ঈশান! বিরাট আপডেট সরাসরি

Virat Kohli Rohit Sharma Kuldeep Yadav T20 Indian Cricket Team Indian Team Afganistan
Advertisment