Advertisment

Ishan Kishan: আর আদেশ মানা নয়, জয় শাহের বোর্ডের সঙ্গে বিদ্রোহের পথেই ঈশান! টিম ইন্ডিয়ায় সংঘাতের আবহ

IND vs AFG T20I Series: বারবার ভালো খেলেও প্ৰথম একাদশে নিয়মিত হতে পারেননি ঈশান কিষান (Ishan Kishan)। টানা রিজার্ভ বেঞ্চে থাকার মানসিক ক্লান্তি গ্রাস করেছিল ঝড়খন্ডি তারকাকে। সেই কারণেই বারবার ছুটির আবেদন করেও ফল হয়নি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ishan Kishan, IND vs AFG T20 Series, India T20 Squad

Ishan Kishan Dropped: কেরিয়ার সঙ্কটে ঈশান কিষানের (টুইটার)

Ishan Kishan Out, T20 Squad: সংঘাতেই জড়িয়ে পড়ছেন ঈশান কিষান। আফগানিস্তান সিরিজ যা ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গিতে গুরুত্বপূর্ণ ছিল, টি২০ ওয়ার্ল্ড কাপের আগে শেষ আন্তর্জাতিক কুড়ি কুড়ি টুর্নামেন্ট হওয়ায়। তবে ক্রিকেটীয় আলোচনা মুছে গিয়ে আপাতত ক্রিকেট মহলের ট্রেন্ডিং ঈশান কিষান (Ishan shan) এবং শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) আফগান সিরিজের (India vs Afghanistan) অনুপস্থিতি। প্রতিদিনই নতুন নতুন বিস্ফোরক তথ্য হাজির হয়ে চলেছে গণমাধ্যমে।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস-এ সাফ জানানো হয়েছিল, বারবার ভালো খেলেও প্ৰথম একাদশে নিয়মিত হতে পারেননি। টানা রিজার্ভ বেঞ্চে থাকার মানসিক ক্লান্তি গ্রাস করেছিল ঝড়খন্ডি তারকাকে। সেই কারণেই বারবার ছুটির আবেদন করেও ফল হয়নি। শেষে দক্ষিণ আফ্রিকা সফরেও ছুটি চাওয়া মোটেই ভালো নজরে নেয়নি বিসিসিআই (BCCI)। তারপরেই ভারতে পাঠিয়ে দেওয়া হয় ঈশানকে।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় ৫-৫ বার বিধ্বংসী ইনিংসেও ব্রাত্য তারকা! বোর্ডের চরম রাজনীতি প্রকাশ্যে

মানসিক ক্লান্তিতে ছুটি নিয়ে দুবাইয়ে নিজের ভাইয়ের জন্মদিনের পার্টিতে গিয়ে বোর্ডের রোষানলে পড়েন তরুণ তুর্কি। এরপরেই আফগানিস্তান সিরিজে বাইরে রাখা হয় তাঁকে। যদিও রাহুল দ্রাবিড় আফগানিস্তানের বিপক্ষে মোহালিতে প্ৰথম ম্যাচে নামার আগে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন, মিডিয়া রিপোর্ট একদমই ভুল। শৃঙ্খলাভঙ্গ জনিত কোনও সমস্যার কারণেই বাদ দেওয়া হয়নি ঈশান এবং শ্রেয়সকে। বরং ঈশান আফগানিস্তান সিরিজ খেলার জন্য প্রস্তুত কিনা, তা বোর্ডকে জানাননি। তাই তাঁকে নাকি বাইরে রাখা হয়েছে। সেও সঙ্গে দ্রাবিড় কঠোর গলায় বলে দেন, ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই ঈশানকে ফিরতে হবে টিম ইন্ডিয়ায়। জানা গিয়েছে, ঈশানকে রঞ্জিতে খেলার নির্দেশ দিয়েছে বোর্ড।

আরও পড়ুন- বেয়াদপির কারণেই কি টিম ইন্ডিয়ায় বাদ জোড়া সুপারস্টার! মুখ খুলতে বাধ্য হলেন এবার দ্রাবিড়

ঘটনা হল, ক্রিকেট মহলের যুক্তি, বারবার রিজার্ভ বেঞ্চে বসে থাকার সময় সীমিত যে সুযোগ পেয়েছেন টিম ইন্ডিয়ায়, তখনই পারফর্ম করেছেন। শুভমান গিল, শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল পর্যন্ত একটা সময়ে টিম ম্যানেজমেন্টের ব্যাকিং পেয়েছেন ক্রমাগত খারাপ পারফর্ম করেও। ঈশানকে কেন পারফর্ম করেও জায়গা দেওয়া হবে না, কেন নিজেকে প্রমাণ করতে হবে ঘরোয়া ক্রিকেটে, এই প্রশ্ন-ও উঠছে। এমনকি টি২০-তে নিয়মিত উইকেটকিপার হিসাবে জিতেশ শর্মাও টিম ম্যানেজমেন্টের চোখে অনেকটা এগিয়ে গিয়েছেন ঈশানের থেকে।

আরও পড়ুন: মানসিকভাবে ধ্বংস করে দিয়েছে BCCI! ছুটি পেয়ে পার্টি করতেই চিরতরে বাতিল বিধ্বংসী সুপারস্টার

বারবার পারফর্ম করেও টিম ইন্ডিয়ার কোণঠাসা হয়ে যাওয়া তারকা এবার তাই সরাসরি বিদ্রোহের পথেই হাঁটছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, বোর্ড চাইলেও ঈশান নাকি রঞ্জিতে খেলবেন না ঝাড়খণ্ডের হয়ে। সরাসরি নামবেন আইপিএলে। আফগানিস্তান সিরিজের দল ঘোষণার সময়ে ঈশানকে দেখা গিয়েছে বরোদায় মুম্বই ইন্ডিয়ান্সের নতুন নেতা হার্দিক পান্ডিয়ার সঙ্গে অনুশীলন সারতে।

Indian Cricket Team Ishan Kishan BCCI Indian Team
Advertisment