Advertisment

IND vs AFG Match Report: কনকনে ঠান্ডায় দুবে-ম্যাজিক! ব্যাটে-বলে আফগানদের ধসিয়ে জয় টিম ইন্ডিয়ার

India vs Afghanistan 1st T20I Highlights: রোহিত শর্মা প্ৰথমে বোলিং নিয়েছিলেন। অর্শদীপ বল হাতে শুরু থেকেই আগুন ঝরাতে থাকেন। প্ৰথম ওভারেই মেডেন নিয়ে শুরু করেন। দ্বিতীয় ওভারে শিভম দুবে জাদরানের ক্যাচ মিস না করলে ঘরের মাঠেই প্ৰথম উইকেট পেয়ে যেতে পারতেন অর্শদীপ।

author-image
IE Bangla Sports Desk
New Update
India Team T20 Playing 11: টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

India Team T20 World Cup Playing 11: টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই (টুইটার)

আফগানিস্তান: ১৫৮/৫

ভারত: ১৫৯/৪

Advertisment

IND vs AFG, 1st T20I Match Report: মোহালিতে জয় দিয়েই আফগানিস্তান সিরিজ শুরু করল টিম ইন্ডিয়া। আফগানদের ১৫৮ রানের জবাবে ভারত রান চেজ করল ১৫ বল এবং হাতে ৬ উইকেট নিয়ে।

চ্যালেঞ্জিং স্কোর চেজ করতে নেমে ভারতের শুরুটা মোটেই ভালো হয়নি। হালকা চোটের জন্য বৃহস্পতিবার নামেননি যশস্বী জয়সোয়াল। তাঁর জায়গায় ওপেন করতে নামা শুভমান গিলের সঙ্গে ভয়ঙ্কর ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান রোহিত শর্মা। তরুণ সতীর্থের ওপর মাঠেই মেজাজ হারাতে দেখা যায় অধিনায়ককে। আফগানিস্তান স্কোরবোর্ডে পর্যাপ্ত রান তুলতে না পারলেও বল হাতে শুরুটা খারাপ করেনি। প্ৰথম ওভারেই রোহিত আউট হয়ে যান।

সেই ঘটনা সুদে আসলে পুষিয়ে দিতে মরিয়া হয়ে ব্যাটিং করতে থাকেন গিল। বাউন্ডারির পর বাউন্ডারি বেরোয় তাঁর ব্যাট থেকে। তবে ১২ বলে ২৩ করে শেষমেশ আউট হয়ে যান তিনি।

আরও পড়ুন- আর আদেশ মানা নয়, জয় শাহের বোর্ডের সঙ্গে বিদ্রোহের পথেই ঈশান! বিরাট আপডেট সরাসরি

দুই উইকেট পতনের পর তিলক ভার্মা এবং শিবম দুবে তৃতীয় উইকেটে ৪৪ রান যোগ করেন। তিলক আউট হয়ে যাওয়ার পর জিতেশ শর্মা ব্যাট হাতে হালকা ক্যামিও খেলে আউট হয়ে যান। অন্যপ্রান্তে অবিচল ছিলেন শিবম দুবে। ঝোড়ো ফিফটি হাঁকিয়ে যান তিনি। ছক্কা মেরে ম্যাচের ফিনিশ-ও করেন তিনি।

মুজিব উর রহমান আউট করেন গিলকে। তবে আফগান বোলাররা শুরুর এই মোমেন্টাম ধরে রাখতে পারেনি। আফগান পেস বোলারদের গতির অভাব এদিন ভোগাল। অত্যধিক স্লোয়ার ব্যবহার করতে গিয়েই ডুবলেন নভিন উল হকরা। মুজিব উর রহমান, ফজলহক ফারুখি ভালো বোলিং করলেও নভিন উল হক, মহম্মদ নবিরা নিজেদের ভারতে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে পারেননি।

তার আগে টসে জিতে রোহিত শর্মা প্ৰথমে বোলিং নিয়েছিলেন। অর্শদীপ বল হাতে শুরু থেকেই আগুন ঝরাতে থাকেন। প্ৰথম ওভারেই মেডেন নিয়ে শুরু করেন। দ্বিতীয় ওভারে শিভম দুবে জাদরানের ক্যাচ মিস না করলে ঘরের মাঠেই প্রথম উইকেট পেয়ে যেতে পারতেন অর্শদীপ। ভারতের টানা চাপের মুখে পড়ে আফগানিস্তান কিছুক্ষণের মধ্যেই দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলেছিল। অষ্টম থেকে দশম ওভারের মধ্যে আফগানিস্তান পরপর রহমনউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহকে হারিয়ে বসে।

রহমনউল্লাহ এবং ইব্রাহিম জাদরান ৫০ রানের পার্টনারশিপ গড়লেও দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল আফগানরা। অক্ষর প্যাটেলের জোড়া উইকেটের সঙ্গত ছিল শিবম দুবের উইকেট। যাঁর ক্যাচ মিস করেছিলেন, সেই জাদরানকেই ফেরান তিনি। এরপরে আফগানিস্তানকে ম্যাচে ফেরায় মহম্মদ নবি এবং আজমাতুল্লা ওমরজাইয়ের দুরন্ত পার্টনারশিপ। দুজনে মিলে চতুর্থ উইকেটে ৬৮ রান যোগ করেন। নবি আক্রমনাত্মক ভঙ্গিতে ব্যাট করে ভারতকে চাপে ফেলে দিয়েছিলেন।

এই জুটিতে ভাঙন ধরান মুকেশ কুমার। একই ওভারে পরপর ফিরিয়ে দেন ওমরজাই (২২ বলে ২৯) এবং নবিকে (২৭ বলে ৪২)। শেষদিকে দারুণ ক্যামিও ইনিংস খেলে যান নাজিবুল্লা জাদরান (১১ বলে ১৯) এবং করিম জানাত।

Indian Cricket Team Afghanistan Indian Team Afghanistan Cricket Team
Advertisment