Advertisment

Rohit Sharma: ব্যাটে লেগেও কেন নিজের নয় বাউন্ডারি! মেজাজি রোহিতের গনগনে ক্ষোভে এবার আম্পায়ার, দেখুন ভিডিও

Rohit Sharma-Virender Sharma: ইনিংসের দ্বিতীয় বলের মুখোমুখি হন রোহিত। তিনি লেগ সাইডে ফরিদ আহমেদের ডেলিভারি থার্ড-ম্যান বাউন্ডারির দিকে পাঠিয়ে দেন। কিন্তু, সেই আনন্দটি স্বল্পস্থায়ী ছিল। কারণ, আম্পায়ার বীরেন্দর শর্মা লেগ বাই ঘোষণা করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma। Virender Sharma

IND vs AFG T20: আম্পায়ারের সঙ্গে অ্যানিমেটেড চ্যাট করছেন রোহিত শর্মা। (এক্স/স্ক্রিনগ্রাব)

টি-টোয়েন্টি ক্রিকেটে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার প্রত্যাবর্তন ভালো হয়নি। তাঁর অধিনায়কত্বে আফগানিস্তানের বিপক্ষে ভারত সিরিজ জিতলেও মোহালি এবং ইন্দোরে রোহিতের ব্যাটিং পারফরম্যান্স ছিল অতীব খারাপ। কারণ, দুটো ম্যাচেই রোহিত শূন্য করেছেন। মোহালিতে তিনি দ্বিতীয় ডেলিভারিতে বোল্ড হন। বেঙ্গালুরুতে সিরিজের শেষ টি২০ ম্যাচে সমস্ত চোখ তাই যথারীতি ছিল রোহিতের দিকে। সিরিজে তিনি তৃতীয়বারের মত টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন।

Advertisment

ম্যাচের প্রথম ডেলিভারিতে যশস্বী জয়সওয়ালের তিন রানের পর ইনিংসের দ্বিতীয় বলের মুখোমুখি হন রোহিত। তিনি লেগ সাইডে ফরিদ আহমেদের ডেলিভারি থার্ড-ম্যান বাউন্ডারির দিকে পাঠিয়ে দেন। কিন্তু, সেই আনন্দটি স্বল্পস্থায়ী ছিল। কারণ, আম্পায়ার বীরেন্দর শর্মা লেগ বাই ঘোষণা করেন। যার অর্থ ভারতের মোটে রান যোগ হলেও রোহিতের স্কোর ছিল শূন্য। এর পর আরও চার রান হলেও সবগুলোই ছিল লেগ-বাই। ফলে, রোহিতের স্কোর ছিল অপরিবর্তিত। দ্বিতীয় ওভারের আগে, রোহিতকে দেখা যায়, আম্পায়ার বীরেন্দ্র শর্মার কাছে তাঁর হতাশা প্রকাশ করতে। হাস্যকরভাবে প্রথম চারে থাই-প্যাডের সংকেত নিয়ে প্রশ্ন তুলতে।

এ নিয়ে আম্পায়ার বীরেন্দ্র শর্মার সঙ্গে রোহিতের অ্যানিমেটেড কথাবার্তা প্রকাশ্যে এসেছে। যেখানে রোহিত বলছেন, 'আরে বীরু, থাই-প্যাড দিয়া কেয়া পেহলা চার? ব্যাট লাগা থা! (আরে বীরু, প্রথম চারে তুমি কি থাই প্যাডের জন্য সংকেত দিয়েছিলে? আমি আমার ব্যাট দিয়ে মারলাম!)।' এরপর দুজনকেই হাসতে দেখা গিয়েছে।

আরও পড়ুন- ভারতীয় হিসাবে গর্বিত! সেনাবাহিনীকে কুর্নিশ করে পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিলেন মহম্মদ শামি

রোহিত অবশ্য শেষ পর্যন্ত দ্বিতীয় ওভারে আফগানিস্তান সিরিজে তাঁর শূন্যের ধারা ভেঙেছেন। তবে, ভারত মাত্র ২২ রানে ৪ উইকেট হারিয়েছে। যশস্বী জয়সওয়াল ৪ রান করেছেন। বিরাট কোহলি গোল্ডেন ডাকে ফিরে যান, শিবম দুবে ১ রান করেছেন। সঞ্জু স্যামসনও শূন্য রানে আউট হন। এরপর আসেন রিংকু সিং। এই ম্যাচে সঞ্জু স্যামসন, আভেশ খান এবং কুলদীপ যাদব ভারতীয় একাদশে জায়গা পান অক্ষর প্যাটেল, আরশদীপ সিং এবং জিতেশ শর্মার জায়গায়। আফগানিস্তানও তিনটি পরিবর্তন করেছে।

Indian Team Afganistan Rohit Sharma Afghanistan T20 India Afghanistan Cricket Team Indian Cricket Team
Advertisment