India vs Afghanistan, Rohit Sharma super over: নেহাতই নিয়মরক্ষার ম্যাচ। তবে সেই ম্যাচেরই পরতে পরতে লেগে থাকল নাটক। জয়ের জন্য মরিয়া হয়ে উঠল ভারত-আফগানিস্তান দুজনেই। রোমাঞ্চকর ম্যাচের ফয়সালা হল জোড়া নাটকীয় সুপার ওভারে। পুরো ৪০ ওভারেও নয়, ম্যাচ গড়াল মোট অতিরিক্ত ২২ বলে। যেখানে শেষ হাসি হাসল ভারত।
রোহিত-রিঙ্কুর বিধ্বংসী ব্যাট ভারত ২১২ রানের পুঁজি এনে দিয়েছিল। সেই রান চেজ করতে নেমে রহমনুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান দুই আফগান ওপেনার-ই ফিফটি করে যান। এরপরে মিডল ওভারে ঝড় তোলেন মহম্মদ নবি। তাঁর ১৬ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস আফগানদের জয়ের স্বপ্ন দেখাতে শুরু করে দেয়। আর ফিনিশিং লাইন পর্যন্ত আফগানিস্তানকে টেনে নিয়ে যান গুলাবদিন নাইব। ২১ বলে হাফসেঞ্চুরি করা তারকা ২৩ বলে ৫৪ রানে অপরাজিত থেকে ম্যাচ টাই করে দেন। শেষ ওভারে জয়রর জন্য আফগানিস্তানের দরকার ছিল ১৯ রান। মুকেশ কুমারের ঘটনাবহুল সেই ওভারে ১৮ রান তুলে ভারতের সংগ্রহের সমান স্কোর খাড়া করে আফগানিস্তান।
তবে প্ৰথম সুপার ওভারেই বেনজির বিতর্ক তাড়া করে। সুপার ওভারে মুকেশ কুমারের প্ৰথম পাঁচ বলে ১৩ তুলে ফেলে মহম্মদ নবি- গুরবাজরা। তবে শেষ বলেই যত বিতর্ক। শেষ বল ঠিকমত ব্যাটে বলে করতে পারেননি নবি। তবে রানের জন্য দৌড় দেন তিনি। নন-স্ট্রাইকিং এন্ডের দিকে সঞ্জু স্যামসনের ছোঁড়া থ্রো ক্রিজের মধ্যে দিয়ে দৌড়তে থাকা নবির গায়ে লেগে প্রতিহত নয়।
লং অনে বিরাট কোহলির কাছে বল পৌঁছনোর মধ্যেই আরও দুই রান দৌড়ে পূর্ণ করে ফেলেন নবিরা। সবমিলিয়ে শেষ বলে তিন রান সিঙ্গলস নিয়ে আফগানিস্তানের স্কোর দাঁড়ায় ১৬-এ। এতেই আপত্তি জানান রোহিত। তিনি আম্পায়ারের কাছে বল প্রতিহত হওয়ার বিষয়টি নিয়ে অনুযোগ জানান। তবে নবিদের অতিরিক্ত দুই রান নিয়মের মধ্যেই বলে ব্যাখ্যা করেন আম্পায়ার। নবিদের খেলোয়াড়ি স্পিরিট নিয়ে প্রশ্ন উঠে যায়। বল গায়ে লেগে অন্যত্র চলে যাওয়ার পরও কেন রান নিলেন তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রোহিত। বিরাট কোহলিও সরাসরি ক্ষোভ প্রকাশ করেন। ২০১৯ বিশ্বকাপের ফাইনালে ফিল্ডারের ছোঁড়া বল বেন স্টোকসের ব্যাটে লেগে চার হয়ে যাওয়ার বিতর্কিত স্মৃতিও হানা দেয় ক্রিকেট মহলের।
আরও পড়ুন: ব্যাটে লেগেও কেন নিজের নয় বাউন্ডারি! মেজাজি রোহিতের গনগনে ক্ষোভে এবার আম্পায়ার, দেখুন ভিডিও
তবে এর পাল্টা দেন রোহিতরাও। সুপার ওভারে ১৭ রান চেজ করতে নেমে ভারত প্ৰথম পাঁচ বলে রোহিতের জোড়া ছক্কায় ১৫ তুলে দিয়েছিল। শেষ বলেই ফের নাটক। যশস্বী জয়সোয়াল ছিলেন স্ট্রাইকিং এন্ডে। রোহিত নন স্ট্রাইকিং এন্ডে। কোনও ভাবেই ম্যাচে আর ব্যাট করার সুযোগ না থাকায় রোহিত ইচ্ছা করে রিটায়ার্ড আউট নিয়ে নেন। শেষ বলে স্রেফ রান নেওয়ার জন্য নামিয়ে দেওয়া হয় রিঙ্কু সিংকে। আফগানরা এই নিয়ে আপত্তি করলেও নিয়মের মধ্যে থাকায় তা ধোপে টেকেনি। যদিও যশস্বী ভারতকে জেতাতে পারেননি। শেষ বলে ব্যাটের কানায় লেগে বল উইকেটকিপারের কাছে যাওয়ার মধ্যে মাত্র এক রান নিতে সমর্থ হন তিনি।l
ঘটনা এখানেই শেষ নয়। দ্বিতীয় সুপার ওভারে প্ৰথম ব্যাট করতে নামার কথা ছিল রোহিত এবং রিঙ্কুর। তবে আফগান শিবিরের পক্ষ থেকে আম্পায়ারের কাছে জানতে চাওয়া হয়, রোহিত আগের সুপার ওভারে রিটায়ার্ড আউট হওয়ার পর তিনি পুনরায় ব্যাট করতে পারবেন কিনা। রোহিত প্ৰথম সুপার ওভারে আউট না হওয়ায় দ্বিতীয় সুপার ওভারে তাঁর ব্যাট করতে বাধা ছিল না। এই নিয়মের কথাই আম্পায়ার স্পষ্টভাবে জানান আফগান শিবির কে।
আফগানদের ক্রিকেটীয় স্পিরিটের পাঠ এভাবেও দেন রোহিত শর্মা। রুদ্ধশ্বাস ম্যাচের শেষে যা নিয়ে আলোচনা চলছেই।