IND-AFG 3rd T20: বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি২০-তে আচমকা অধিনায়ক বদলাল টিম ইন্ডিয়া। ম্যাচ চলাকালীন বদলানো হল অধিনায়ক। এই ঘটনায় রীতিমতো অবাক ক্রিকেট বিশ্ব। এমনটা আগে কবে হয়েছে, তার খোঁজও করলেন বিশেষজ্ঞরা। বুধবারের ম্যাচে ভারত ৪ উইকেটে তুলেছে ২১২ রান। রোহিত ৬৯ বলে করেছেন অপরাজিত ১২১ রান। যার মধ্যে ছিল ৮টি ছয় এবং ১১টি বাউন্ডারি। তার আগে ভারত বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল। ২২ রানে ভারত চার উইকেট হারায়।
এরপর পঞ্চম উইকেটে নামেন রিংকু সিং। তাঁর সঙ্গে জুটি বেঁধেই রোহিত তাঁর টি২০ সেঞ্চুরিটি করেন। রিংকু সিং-ও দুর্দান্ত ব্যাট করেছেন। ৩৯ বলে রিংকু করেছেন ৬৯ রান। যার মধ্যে রয়েছে ৬টি ছয় এবং দুটি বাউন্ডারি। বামহাতি রিংকুর স্ট্রাইক রেট ছিল ১৭৬.৯২।
আরও পড়ুন- ব্যাটে লেগেও কেন নিজের নয় বাউন্ডারি! মেজাজি রোহিতের গনগনে ক্ষোভে এবার আম্পায়ার, দেখুন ভিডিও
রিংকু আর রোহিত মিলে রীতিমতো কোণঠাসা করে ফেলেন আফগানিস্তানের বোলিংকে। শুধুমাত্র শেষ ওভারেই ভারতীয় ব্যাটাররা ৩৬ রান তুলেছেন। ভারত ইতিমধ্যে সিরিজে ২-০ এ এগিয়ে। তৃতীয় ম্যাচ জিতলে তারা সফররত আফগানিস্তান দলকে রীতিমতো ধুয়ে ফেলবে। একথা বলাই যায়।
ব্যাটিংয়ের পর রোহিত মাঠে নামেননি। তাঁর পরিবর্তে নামেন শুভমন গিল। আর, ভারতীয় দলে কোনও ঘোষিত সহ-অধিনায়ক না-থাকায়, বিরাট কোহলি দলের অধিনায়কের দায়িত্ব কাঁধে তুলে নেন। ২০২১ টি২০ বিশ্বকাপের আগে বিরাটকে ভারতের টি২০ দলের অধিনায়ক পদ থেকে সরানো হয়েছিল। রোহিতের আগেই বিরাটই ছিলেন ভারতীয় দলের অধিনায়ক। বুধবার ভারতীয় দলের এই পরিবর্তনের কথা ধারাভাষ্যকাররাই দর্শকদের জানান। তাঁরা বলেন যে, বর্তমানে বিরাটই ভারতীয় দলের সহ অধিনায়ক।