/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/Rohit-Gill.jpg)
Rohit Sharma angry: মাঠেই মেজাজ হারালেন রোহিত শর্মা (টুইটার)
Rohit Sharma Shubman Gill: দীর্ঘ ১৪ মাস বাদে টি২০ ক্রিকেটে ফেরাটা সুখকর হল না টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma)। বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজের (India vs Afghanistan t20 series) প্রথম ম্যাচে তিনি পার্টনার শুভমন গিলের (Shubman Gill) দোষেই আউট হন! আর, তারপর মাথা ঠিক রাখতে না-পেরে মাঠেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রোহিতকে। যার সাক্ষী থাকে মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ) স্টেডিয়াম। যথারীতি রোহিতের সেই ক্ষোভপ্রকাশের ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
আরও পড়ুন- পন্থ একপায়ে খেললেও বিশ্বকাপে নেওয়া হোক! ঈশান-রাহুলে অনাস্থা জানিয়ে বিস্ফোরক সানি
তিন ম্যাচের এই টি২০ সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তান ভারতের বিরুদ্ধে ১৫৮ রান করেছে। সেই রান তাড়া করতে নেমে ওপেনার রোহিত ক্রিজে এসেছিলেন শুভমন গিলকে পার্টনার করে। দুটো বল ছাড়ার পর, আফগান বোলার ফজলহক ফারুকির তৃতীয় বলকে স্টেপ ডাউন করে হিট করার পর সিঙ্গল রান নেওয়ার চেষ্টা করেন ভারতীয় দলের অধিনায়ক।
আরও পড়ুন- আর আদেশ মানা নয়, জয় শাহের বোর্ডের সঙ্গে বিদ্রোহের পথেই ঈশান! বিরাট আপডেট সরাসরি
কিন্তু, মিড অফের দিকে রোহিতের অফ-ড্রাইভ ডাইভ দিয়ে ধরে ফেলেন আফগানিস্তানের ক্যাপ্টেন ইব্রাহিম জাদরান। সেই সময় রোহিতের পার্টনার শুভমন গিল নন স্ট্রাইকিং এন্ডেই দাঁড়িয়ে থাকেন। আর, রোহিত সেদিকে না-দেখে রান নেওয়ার জন্য দৌড়ে যান। রোহিত গিলের এন্ডে পৌঁছে যান। কিন্তু, শুভমন সেখানেই দাঁড়িয়ে থাকেন। যথারীতি ভারতীয় দলের অধিনায়ককে আউট করতে আফগানিস্তানকে বেগ পেতে হয়নি।
এই ভুল বোঝাবুঝির জন্য মাঠেই হাত নাড়িয়ে ক্ষোভপ্রকাশ করতে দেখা যায় রোহিতকে। গিলও অবশ্য বেশি কিছু করতে পারেননি। তিনি ১২ বল খেলে ২৩ রান করেই আউট হয়ে যান। এই ম্যাচে ওপেন করার কথা ছিল রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের। তেমনটাই জানিয়েছিলেন, টিম ইন্ডিয়ার হেডস্যার রাহুল দ্রাবিড়। কিন্তু, ম্যাচের আগে দেখা যায় যশস্বী কুঁচকির ব্যথার সমস্যায় ভুগছেন। তাই রোহিতের সঙ্গে শুভমন গিলকে ওপেন করতে পাঠিয়েছিল টিম ম্যানেজমেন্ট। আর, তারপর এই ভুল বোঝাবুঝি প্রকাশ্যে এল।